NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

নড়াইল সদর উপজেলার শড়াতলা গ্রামে ১৬০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসীরা


মোবারক হোসেন ফনি প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০৭ এএম

নড়াইল সদর উপজেলার শড়াতলা গ্রামে ১৬০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসীরা

নড়াইল: নড়াইল সদর উপজেলার শড়াতলা গ্রামে ১৬০জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসীরা। শড়াতলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে বাদশার গ্যারেজ বাসস্ট্যান্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া শনিবার সকালে এলাকার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়েও ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-শড়াতলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক করিম মোল্যা, সহসভাপতি সোহাগ শেখ রুদ্র, সমাজকল্যাণ সম্পাদক রাশেদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিলন, হাফেজ নূরুল ইসলাম, মুনসুরুল হক, মাসুদুর রহমান, নাজিম মোল্যা, মুক্তার হোসেন, মুসাব্বার শেখ, ইকতিয়ার মোল্যাসহ অনেকে। এদিকে, ইফতার সামগ্রী পেয়ে খুশি হয়েছেন শড়াতলা গ্রামের বিভিন্ন পেশার মানুষ। এর মধ্যে রয়েছে-ছোলা, মুড়ি, খেজুর, চিনি, তেল ও চিড়া। বিভিন্ন সংগঠনসহ সমাজের বিত্তবান মানুষদের এভাবে এগিয়ে আসার আহবান জানান তারা। সংগঠনের সভাপতি মনিরুল ইসলামসহ শড়াতলা গ্রামের সৌদিপ্রবাসী তরিকুল ইসলাম, মিকাইল হোসেন, মশিয়ার রহমান, নাজিম মোল্যা ও রহিম মোল্যার উদ্যোগে ১৬০জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান শড়াতলা সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা।