এম আব্দুর রাজ্জাক প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ১১:১৪ পিএম
এম আব্দুর রাজ্জাক,ছাতিয়ানগ্রাম, বগুড়া থেকে : ১৬ মার্চ বৃহস্পতিবার ২০২৩ ইং বিকেল ৪ টায় রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার ড. মোকছেদ আলী ( উন্নয়ন ও আই সিটি) যুগ্ম সচিব। বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিদর্শন করেন। এছাড়াও তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প ছোট আখিড়া খাড়ির ব্রীজ সংলগ্ন ৯ টি ঘর পরিদর্শন করেন এবং কাজের সুন্দর অগ্রগতি দেখে ভূয়সী প্রশংসা করেন এবং আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদার এবং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু কে সুন্দর কাজের জন্য ধন্যবাদ জানান।
এছাড়াও তিনি ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু সহ সবার সঙ্গে মতবিনিময় করেন। ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবরাখবর নেন।তিনি বলেন, আমি রাজশাহী বিভাগের সকল জন প্রতিনিধিদের অভিভাবক হিসেবে কাজ করতে চাই। আপনারা যে কোন সমস্যা বা কাজে রাজশাহী বিভাগীয় কমিশনার আপনাদের পাশে আছ। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।এছাড়াও তিনি নাটোরের মহারাণী ভবাণী জন্মস্থান ছাতিয়ানগ্রাম তার পিতার নাম আত্তারাম চৌধুরী,তিনি ছিলেন একজন জমিদার। রানী ভবানীর বাবার পৈত্রিক জন্মস্থান বাড়ি ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সামান্য পিছনে। সেটা কে পূরাকীর্তি নিদর্শন ইউনেস্কোর তালিকার আওতায় আনার ব্যাপারে আমেরিকার নিউইয়র্ক বাংলা ডটকমের সাংবাদিক এম আব্দুর রাজ্জাক প্রশ্ন করেন।
এ বিষয়ে ড. মোকছেদ আলী বলেন, আমি এ বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ প্রদান করছি। অচিরেই সঠিকভাবে মাপযোগ করে তালিকা ও প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ প্রদান করেন। তার পর আমরা কাজ শুরু করব। যাতে দেশের জনগণ মহারানী ভবানী জন্মস্থান সম্পর্কে জানতে পারে এবং আগামী প্রজন্মের ব্যাক্তিরা মহারানী ভবানী সম্পর্কে অনেক তথ্য জানতে পারেন। এছাড়াও তিনি আরও বলেন, ভবিষ্যতে মহারানী ভবানীর বাবার বাড়ী সেখানে পর্যটন কেন্দ্র হিসাবে খোলা যেতে পারে।এসময় উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মুনিরা সুলতানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা আমির হোসেন, ছাতিয়ানগ্রাম ইউ পি, চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউ পি সচিব কুদরত ই এলাহী, ইউপি সদস্য সুধেব ঘোষ, আনোয়ার হোসেন জীবন, মহসিন আলী, মনি জুলফিকার, হামিদুল ইসলাম, মোখলেছুর রহমান, মহিউদ্দিন তালুকদার, আলী মর্তুজা কিনা, আবু তাহের এবং মহিলা ইউ পি সদস্যা সবিতা বেগম, নাজমা বেগম, রিনা বেগম, ইউনিয়ন হিসাব- সহকারী কাম- কম্পিউটার অপারেটর নাহিদ হাসান সহ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগন এবং আমেরিকার " নিউইয়র্ক বাংলা ডটকম পত্রিকার উত্তরবঙ্গের সাংবাদিক এম আব্দুর রাজ্জাক ও শফিকুল ইসলাম সোহেল এবং ইউনিয়ন আঃ লীগের সভাপতি শেখ জালাল উদ্দিন সহ বেশ গন্যমান্য বাক্তিবর্গ।