হ্যানয়, ২৫ মার্চ ২০২৫: আজ ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও ভাব গম্ভীর পরিবেশে গণহ্ত্যা দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন, মোমবাতি প্রজ্বলন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পবে দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার পর্বে মূল বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২৫ মার্চ কালরাতের নৃশংস হত্যাকান্ডসহ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম গণহত্যার শিকার সকল শহীদ, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ দেশের জনগনকে, যাঁদের অসামান্য অবদান আর আত্নত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল সবুজ পতাকা। ২৫ মার্চ গণহত্যায় হানাদার বাহিনীর নৃশংসতার চিত্র তুলে রাষ্ট্রদূত রহমান বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের দোসরদের দ্বারা ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে বাংলাদেশে সংঘটিত গণহত্যা বিশ্বের নৃশংস ও নারকীয় গণহত্যাগুলোর অন্যতম। তিনি ভবিষ্যতে শান্তির বাংলাদেশ বিনির্মাণে এবং বিশ্বে মানবাধিকার সমুন্নত রাখতে এই গণহত্যাকে দেশে-বিদেশে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান নাসির উদদীন।
ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে গণহ্ত্যা দিবস পালন
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০২:২৮ এএম
.jpeg)
আন্তর্জাতিক রিলেটেড নিউজ

হংকং চীনের নেতৃত্বে এগিয়ে যেতে থাকবে: চীন বিশ্বের ভবিষ্যত হবে

সম্পর্কের ‘কালো মেঘ’ দূর করতে চায় বাংলাদেশ-ভারত

Foreign Minister Momen calls for enhanced international financing for sustainable water management

নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প!

আফগানিস্তানকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

পাকিস্তানের কূটনীতিককে ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক সোমবার , তালিকায় নেই মোদি

অবৈধ অভিবাসীদের খোঁজে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির গুরুদ্বারগুলোতে ‘অভিযান’