১ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে, চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং জে মিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। 

এর আগে, নিরাপত্তা পরিষদের পালাক্রমিক প্রেসিডেন্ট ও জাতিসংঘে ঘানার স্থায়ী প্রতিনিধি হ্যারল্ড আদলাই অ্যাজিম্যান বলেন, চিয়াং জে মিন আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণ, আধুনিকায়ন ও অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রেখেছেন।

আন্তর্জাতিক সমাজ তাঁকে মনে রাখবে। তাঁর মৃত্যু চীন ও আন্তর্জাতিক সমাজের জন্য বিরাট ক্ষতি।সূত্র: প্রেমা,সিএমজি।