জনমত জরিপের ফল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-এর এক জনমত জরিপ অনুসারে, বিশ্বের ৬০.৪৪ শতাংশ মানুষ কোভিডের দীর্ঘ মেয়াদী ক্ষতি নিয়ে চিন্তিত এবং ৮৫.৪ শতাংশ লোক কোভিডের সংক্রমণ ঠেকাতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের পক্ষে। সিজিটিএন সম্প্রতি নেটিজেনদের ওপর এই জরিপ পরিচালনা করে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে বিশ্বব্যাপী কোভিড মহামারী নতুন করে বিস্তার লাভ করছে। বিশেষ করে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন দ্রুত ছড়াচ্ছে। প্রচলিত ভ্যাকসিনও এর গতিরোধ করতে পারছে না। এ অবস্থায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিডের বিরুদ্ধে আরও সতর্কতার আহ্বান জানিয়েছে। সূত্র:রুবি,সিএমজি।
当前,新冠肺炎疫情仍在全球持续肆虐,今年以来全球死亡病例数已超百万例,病毒仍在持续变异中。日前,总台CGTN面向全球网友发起一项调查显示,超六成(60.44%)的受访者担心新冠肺炎对人类健康带来的长远负面影响,高达85.4%的受访者认为应该尽量采取措施阻止更多人感染。
科学研究表明,部分患者在新冠感染数月后,依然有疲劳、头痛、呼吸困难、嗅觉消失等“长新冠”症状。对此,超过六成(60.44%)的受访者对此表示“很担忧”,仅有29.44%的受访者对此“并不担忧”,另有10.12%的受访者未表态。
今年以来,疫情导致的全球死亡病例数已超百万例。世界卫生组织宣布疫情持续构成“国际关注的突发公共卫生事件”,建议各国对新冠疫情进行持续监测并更新其防范应对计划。对此,85.4%的受访者认为应采取措施阻止更多人群感染,仅有8.3%的受访者认为“无所谓”,受访者并未像西方媒体宣传的那样做到真正“躺平”。相反,“躺平”防疫理念在加剧病毒变异和流行风险的同时,对包括医疗资源负荷、劳动力不足等在内的社会负面效应也在持续显现,采取消极防疫措施的国家无法真正做到“躺平”,更不可能实现“躺赢”