৫  থেকে ১০ নভেম্বর চীনের পঞ্চম আন্তর্জাতিক আমদানি-রপ্তানি মেলা (সিআইআইই) শাংহাইতে উদ্বোধন হয়। বিশ্বের প্রথম আমদানি-থিমযুক্ত জাতীয় মেলা হিসাবে ২০১৮ সালে প্রথম বার মেলা থেকে এ পর্যন্ত সিআইআইই কেনাকাটা, বিনিয়োগ ত্বরান্বিত, সাংস্কৃতিক যোগাযোগ ও উন্মুক্তকরণের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। 

এবারের সিআইআইই’র উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর ভিডিও বক্তৃব্যে বলেন,চীনা বাজার হলো বিশ্বের জন্য বড় সুযোগে, উন্মুক্তকরণ হলো মানবজাতির সভ্যতা উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুড়িতম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনে চীন অব্যাহতভাবে বৈদেশিক উন্মুক্তকরণের মৌলিক নীতি মেনে চলা, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন কল্যাণের উন্মুক্তকরণের কৌশল বজায় রাখা, অর্থনীতির বিশ্বায়ন বজায় রাখা, এবং দেশী ও বিদেশী বাজারের সংযুক্তি জোরদার করার কথা বলা হয়।

সি বলেন, চীন বিভিন্ন দেশ ও পক্ষকে চীনের বিশাল বাজারের সুবিধা ভোগ করতে দেবে এবং যৌথভাবে উচ্চমানে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ বাস্তবায়ন ত্বরান্বিত করবে।

প্রতিবার সিআইআইই’র উদ্বোধনী অনুষ্ঠানে সি চিন পিং উন্মুক্তকরণ প্রবৃদ্ধি, সহযোগিতা ও অভিন্ন কল্যাণ জোরদার এবং যৌথভাবে উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান। এবারের মেলার মূল বক্তৃব্যে তিনি শতাধিক বার ‘উন্মুক্তকরণ’ শব্দ উল্লেখ্য করেছেন।

​​​​​​২০১৮ সালের নভেম্বরে সি চিন পিং প্রথম সিআইআইই-এ মেলাটি অব্যাহতভাবে আয়োজন করার প্রতিশ্রুত দিয়েছেন। তিনি বলেন, চীন আন্তরিকভাবে বিভিন্ন দেশের কাছে বাজার খুলতে থাকে। 

২০২০ সাল থেকে কোভিড-১৯ মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে যায়। তবে তৃতীয় সিআইআইই সময়মত আয়োজিত হয়। চীনের ১.৪ বিলিয়নেরও বেশি জনসংখ্যাসহ একটি অতি-বৃহত্ অভ্যন্তরীণ চাহিদার বাজার ও ৪০০ মিলিয়নেরও বেশি মধ্যম আয়ের গোষ্ঠী রয়েছে। প্রতি বছরে চীনের আমদানি পণ্য ও সেবার পরিমাণ ২.৫ ট্রিলিয়ান মার্কিন ডলার। এটি হলো চীনের আকর্ষণ এবং আত্মবিশ্বাস। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সি চিন পিং বলেন, আমাদের উচিত সহযোগিতা ও অভিন্ন কল্যাণের ধারণায় মেনে চলে অর্থনীতির বিশ্বায়ন একটি উন্মুক্ত, সহনশীল, অভিন্ন কল্যাণ ও স্বার্থের দিকে উন্নয়ন ত্বরান্বিত করা। 

উল্লেখ্য এবারের সিআইআইইতে ১৫০০ ধরণের নতুন পণ্য, প্রযুক্তি ও পরিসেবা মেলায় বিশ্বের কাছে প্রথম প্রদর্শনী হবে। ক্রমবর্ধমান ইচ্ছাকৃত লেনদেনের পরিমাণ ২৭২.৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। সিআইআইই আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি ও বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী বুস্টার হয়ে উঠেছে। সূত্র:সিএমজি।