আন্তর্জাতিক ডেস্ক:
ব্রিক্স দেশগুলোর মধ্যে গুণগত মানসম্পন্ন ও অংশীদারিত্বের সম্পর্ক গঠনে মতবিনিময়
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ১২:২০ এএম

চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চান শু সন্ধ্যায় বেইজিংয়ের গণমহাভবনে ভিডিও লিংকের মাধ্যমে ব্রিক্স দেশসমূহের অষ্টম সংসদ ফোরামে সভাপতিত্ব করে মূল ভাষণ দিয়েছেন।
ভাষণ দেওয়ার সময় লি চান শু বলেন, গত জুন মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রিক্স দেশসমূহের চতুর্দশ বৈঠকে সভাপতিত্ব করেছেন এবং অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে শান্তি রক্ষা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বাস্তব সহযোগিতা গভীরতর করার নানা বিষয়ে মতবিনিময় করেছেন। ফলে ধারাবাহিক উদ্ভাবনী, নেতৃস্থানীয় এবং ব্যবস্থামূলক সাফল্য অর্জিত হয়েছে এবং ব্রিক্স সহযোগিতাকে গুণগত মানসম্পন্ন উন্নয়নের পর্যায়ে উন্নীত করা গেছে।
তিনি বলেন, ব্রিক্স দেশগুলোর আইন প্রণয়নকারী সংস্থাসমূহ দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান বজায় রেখেছে, যা ব্রিক্স’র বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে আইনি নিশ্চয়তা ও সমর্থন প্রদান করেছে।
চীনা জাতীয় গণকংগ্রেস ব্রিক্স দেশগুলোর আইন প্রণয়নকারী সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করতে, দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন, ব্রিক্স দেশসমূহের অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করার পাশাপাশি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নে সহায়তা করতে ইচ্ছুক।
মূল ভাষণে লি চান শু বলেন, ব্রিক্স দেশগুলোর আইন প্রণয়নকারী সংস্থাসমূহের উচিত নিজেদের বৈশিষ্ট্যসম্পন্ন সুবিধা কাজে লাগিয়ে ব্রিক্স সহযোগিতা সুসংহত এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা, যাতে বিশ্বের জন্য ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক শক্তি যোগানো যায়।
এ ব্যাপারে তিনি চারটি প্রস্তাব তুলে ধরেন: প্রথমত, ন্যায্যতা ও সমতায় অটল থেকে শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে হবে। দ্বিতীয়ত, একই নৌকায় বইয়ে চলে অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করতে হবে। তৃতীয়ত, উন্মুক্তকরণ ও সংযুক্তি জোরদার করে বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করতে হবে। চতুর্থত, সহনশীলতা ও অভিজ্ঞতা শেয়ারের বিষয়ে অবিচল থেকে সংলাপ ও বিনিময় সম্প্রসারণ করতে হবে।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার সংসদের স্পিকার নসিভিয়ে মাপিসা-এনকাকুলা, ব্রাজিলের সিনেটের স্পিকার রোদ্রিগো পাচেকো এবং রাশিয়ার ফেডারেল কমিটির চেয়ারম্যান ভ্যালেন্টিনা ম্যাটভিয়েনকো সহ বেশ কয়েকজন নেতা এ ফোরামে যোগ দিয়েছেন।
তাঁরা আইন প্রণয়নকারী সংস্থার ভূমিকা পালন ও গুণগত মানসম্পন্ন ব্রিক্স অংশীদারিত্বের সম্পর্ক গঠনের বিষয়ে মতবিনিময় করেন। সূত্র: সিএমজি।
আন্তর্জাতিক রিলেটেড নিউজ

চীনা বাজার ভিয়েতনামের ফল চাষিদের ধনী হতে সাহায্য করে
.jpg)
Michael Abramowitz Takes the Helm as New VOA Director

নিরাপত্তাবার্তা পোস্ট করে ঢাকা ছাড়েন রাষ্ট্রদূত পিটার হাস

যুক্তরাষ্ট্র-রাশিয়ার ঐতিহাসিক বন্দি বিনিময়

চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে পাকিস্তান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের পর সাংবাদিকদের সাথে সময় কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

State Minister for Shipping welcomes US support for inland waterways management

VOA Statement on Taliban Halting All VOA Radio Broadcasts in Afghanistan