ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক পরিবারের পাশে দাঁড়াতে ছাত্রাবস্থায় ছুটির দিনে কাজ করতেন । কখনও সাইকেলে করে বাড়ি বাড়ি প্রেসক্রিপশন দেওয়া, কখনও সাউদাম্পটনের হোটেলে ওয়েটারের কাজ করেছেন ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রী। পরিস্থিতি বদলায়। বদলেছে পরিশ্রমী এবং মেধাবী ঋষির আর্থিক পরিস্থিতিও। ছাত্রাবস্থায় যিনি সিগারেট খাওয়ার মতো কোনও ‘বাজে খরচের নেশা’য় জড়াতে চাননি, তিনিই এখন ব্রিটেনের বিত্তবানদের মধ্যে অন্যতম।

 

নানা বিষয়ে গুগলে ব্রিটেনের সম্ভাব্য প্রধানমন্ত্রীকে নিয়ে গত কয়েক দিন ধরে খোঁজ চলছে । ঠিক কত সম্পদের মালিক ঋষি, সে তথ্য জানতেও উৎসুক নেটাগরিকরা। ভাল হোক বা খারাপ, তাঁকে নিয়ে যাবতীয় চর্চা সম্পর্কে ওয়াকিবহাল ঋষি।

ঋষি ও তাঁর স্ত্রী অক্ষতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৩ কোটি পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা ৬,৮০০ কোটি টাকারও বেশি। বস্তুত, ব্রিটেনের ২৫০ জন ধনী ব্যক্তি বা পরিবারের তালিকাতেও রয়েছে ঋষিদের নাম। অন্য একটি সূত্র বলছে, তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৬১৭ কোটি টাকা।একটি সংবাদমাধ্যম তো কটাক্ষ করে শিরোনামই করেছিল ‘ঋষি রিচ’ (কার্টুন সিরিজ ‘রিচি রিচ’-এর অনুকরণে)। সেই প্রতিবেদনে ঋষি ও তাঁর ফ্যাশন ডিজ়াইনার স্ত্রী-র বিলাসবহুল জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তোলা হয়। ৪,৩০০ হাজার পাউন্ডের স্যুটের প্রতি ঋষির আকর্ষণ, কোন বিশেষ ব্র্যান্ডের জুতো পরতে ভালবাসেন, সে সব নিয়েও বিস্তর লেখালেখি হয়েছে। প্রশ্নের মুখেও পড়েছেন তিনি।মধ্য লন্ডনে বিলাসবহুল বাড়ি রয়েছে ঋষির।

একাধিক সুযোগসুবিধা রয়েছে সেই বাড়িতে। শোনা যায়, সেই বাড়িতে পাঁচটি বেডরুম, চারটি স্নানঘর আছে। পাশে বিশাল বাগানও। বলা বাহুল্য, ঋষির এই বিলাসবহুল বাড়ির দামও অনেক। বাড়িটি প্রায় ৪২ কোটি টাকা খরচ করে কিনেছিলেন ঋষি-অক্ষতা। এখন এই বাড়ির বাজারমূল্য ৬৫ কোটি টাকারও বেশি। গত এপ্রিল মাসে বাড়িটি নবরূপে সাজানো হয়েছে। শোনা যায়, স্ত্রী-র মনের মতো করেই ঋষি তাঁদের বাড়ি সাজিয়েছেন।

লন্ডনের ওল্ড ব্রম্পটন রোডে দক্ষিণ কেনসিংটনে আরও একটি বাড়ি রয়েছে দম্পত্তির। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে এই বাড়িতে যান তাঁরা। এ ছাড়াও নর্থ ইয়র্কশায়ারে ঋষির খামারবাড়িও রয়েছে। ওই বাড়িটিও অত্যন্ত বিলাসবহুল।