চীনে মহাকাশ প্রকল্পের পরবর্তী মিশনের জন্য চীনের চতুর্থ দফা নভোচারী প্রার্থী নির্বাচনের কাজ শুরু হয়েছে। ৩ অক্টোবর চীনের মানববাহী প্রকল্প কার্যালয় থেকে এই খবর জানা গেছে।
এবার ১২ থেকে ১৪ জন প্রার্থীকে নভোচারী হিসাবে নির্বাচন করা হবে। এতে থাকবেন ৭-৮জন মহাকাশযান চালক, ৫-৬জন মহাকাশ প্রকৌশলী এবং দুইজন কার্গো পরিবহন বা ‘পেলোড’ বিশেষজ্ঞ।
মহাকাশযানের চালক চীনের স্থল, নৌ ও বিমানবাহিনীর বিমানচালকের মধ্য থেকে নির্বাচন করা হবে। মহাকাশ প্রকৌশলী মহাকাশ প্রকল্প এবং সংশ্লিষ্ট খাতের বিজ্ঞানী ও প্রকৌশলীর মধ্যে নির্বাচন করা হবে। পেলোড বিশেষজ্ঞ মহাকাশ বিজ্ঞান গবেষণা সংশ্লিষ্ট খাতের বিজ্ঞানীদের মধ্যে নির্বাচন করা হবে।
এবারের নভোচারী নির্বাচন দেড় বছরের মধ্যেই সম্পন্ন করা হবে এবং প্রথমবারের মত হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল থেকে পেলোড বিশেষজ্ঞ নির্বাচন করা হবে। সূত্র:সিএমজি।