মানববাহী মহাকাশযান ও মহাকাশকেন্দ্র সফলভাবে সংযুক্ত হবার পর, বেইজিং সময় গত (শুক্রবার) দুপুর ১টা ১৭ মিনিটে, শেনচৌ-২০ মিশনের ৩ নভোচারী চীনা মহাকাশকেন্দ্রে প্রবেশ করেন। 
আগের ৩ জনসহ বর্তমানে চীনা মহাকাশকেন্দ্রে নভোচারীর সংখ্যা দাঁড়ালো ৬ জনে। 

আগামী কয়েকদিন তাঁরা একত্রে মহাকাশকেন্দ্রে অবস্থান করবেন ও বিভিন্ন কাজ আঞ্জাম দেবেন। এরপর পুরাতন ৩ নভোচারী পৃথিবীতে ফিরে আসবেন। নতুন ৩ নভোচারী মহাকাশকেন্দ্রে আগামী ৬ মাস অবস্থান করবেন। এ সময় দু’জন নভোচারী মহাকাশে পদচারণা করবেন। 
সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।