চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২৯ এপ্রিল সকালে শাংহাইয়ে ব্রিকসের নতুন উন্নয়ন ব্যাংক (এনডিবি) পরিদর্শন করেছেন এবং ব্যাংকের গভর্নর দিলমা রৌসেফের সঙ্গে বৈঠক করেছেন।
এনডিবির গভর্নর হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় রৌসেফকে অভিনন্দন জানিয়ে সি চিন পিং বলেন, এটি হলো নবোদিত বাজার রাষ্ট্রগুলো এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিষ্ঠা করা এবং নেতৃত্ব দেওয়া প্রথম বহুপাক্ষীক উন্নয়নের সংস্থা, গ্লোবাল সাউথের যৌথভাবে স্ব-উন্নতির অগ্রণী পদক্ষেপ, যা বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও উন্নতির ঐতিহাসিক প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় উদীয়মান শক্তি ও গ্লোবাল সাউথের সহযোগিতার একটি সোনালী সাইনবোর্ডে পরিণত হয়েছে।
সি বলেন, ‘বৃহত্তম ব্রিকসের সহযোগিতা’ উচ্চমানের উন্নয়নের সময়ে প্রবেশ করেছে এবং এনডিবিরও উচ্চমানের উন্নয়নের দ্বিতীয় ‘সুবর্ণ দশকের’ সূচনা করা উচিৎ। আমাদের মূল আকাঙ্ক্ষাগুলো মেনে চলে গ্লোবাল সাউথের উন্নয়নের চাহিদার কাছাকাছি থাকা উচিৎ এবং আরও উচ্চমানের, কম খরচে এবং টেকসই অবকাঠামোগত অর্থায়ন প্রদান করা উচিৎ; ব্যবস্থাপনা ও কার্যক্রম পূর্ণাঙ্গ করে তোলা, আরো বেশি বিজ্ঞান প্রযুক্তিগত অর্থ ও সবুজ অর্থ প্রকল্প বাস্তবায়ন করা, ডিজিটাল বৈষম্য দূর করতে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা, সবুজ ও নিম্নকার্বনের রূপান্তর দ্রুততর করা উচিৎ; আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার সংক্রান্ত আলোচনায় গ্লোবাল সাউথের কন্ঠস্বর জোরদার করা, সংস্থাটির বৈধ স্বার্থ রক্ষা করা এবং আধুনিক পথে চলার জন্য গ্লোবাল সাউথের রাষ্ট্রগুলোকে সমর্থন করা উচিৎ।
স্বাগতিক দেশ হিসেবে চীন আগের মতো ভবিষ্যতেও এনডিবির উন্নয়নকে সমর্থন করে যাবে, ব্যাংকটির সঙ্গে প্রকল্প সহযোগিতা জোরদার করতে, সবুজ, সৃজনশীল ও টেকসই উন্নয়নের ওপর আলোকপাত করে আরো বেশি বাস্ততসম্মত সহযোগিতার ফলাফল অর্জন করতে, ব্যাংকের মাধ্যমে অন্য সদস্য দেশগুলোর সঙ্গে উন্নয়নের অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং আরো বেশি আন্তর্জাতিক পাবলিক পণ্য সরবরাহ করতে ইচ্ছুক বলে সি উল্লেখ করেন।
এনডিবির উন্নয়ন ও বিকাশে জোরালো সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে রৌসেফ বলেন, প্রেসিডেন্ট সি’র বিজ্ঞ নেতৃত্বে চীন অসাধারণ সাফল্য অর্জন করেছে এবং বৈশ্বিক শাসনকে এগিয়ে নেয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীনা জাতির মহান পুনরুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতিতে চীন সরকার দৃঢ়ভাবে গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষা করে থাকে, বহুপক্ষবাদকে সমর্থন করে থাকে, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করছে, মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলেছে, আন্তর্জাতিক সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একতরফাবাদ ও সংরক্ষণবাদ আন্তর্জাতিক আইনের কর্তৃত্বের ক্ষয় করেছে, শিল্প চেইন ও সবররাহ চেইনের স্থিতিশীলতায় ক্ষতি করেছে। এনডিবি মূল উদ্দেশ্য মেনে চলে উন্নয়নশীল দেশগুলো এবং নবোদিত দেশগুলোর উন্নয়নে অবদান রাখবে।
সূত্র:লিলি-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।