গত ৮ এপ্রিল থেকে পণ্য কিনলে সহজেই ‘ট্যাক্স রিফান্ড’ পাওয়ার সেবা সারা চীনে চালু করা হয়েছে। যা বিদেশি পর্যটকদের চীন ভ্রমণের জন্য আরও বেশি সুবিধাজনক ও বন্ধুত্বপূর্ণ ভোক্তা পরিবেশ তৈরি করেছে।
শাংহাইয়ের একটি পোর্সেলিনের দোকানে, বেলজিয়ামের একজন পর্যটক বন্ধুর জন্য একটি টি-পট ও কাপের সেট কিনতে চান। সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী, ওই পর্যটক টাকা দেওয়ার পর, শপিং ইনভয়েস ও ট্যাক্স রিফান্ড অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে সহজেই দোকানে ট্যাক্স রিফান্ডের অর্থ ফেরত পেয়েছেন।
বেলজিয়ামের পর্যটক অ্যালেক্স ডি কাস্টার বলেন, ‘এখন অনেক সুবিধাজনক। আমি দোকানে খুব দ্রুত ট্যাক্স রিফান্ডের অর্থ ফেরত পেয়েছি। আমি ৯ শতাংশ ট্যাক্স রিফান্ড পেয়েছি। এতে করে আরও পণ্য কেনার জন্য আমার যথেষ্ট অর্থ থাকবে। আমি মনে করি এটি একটি অত্যন্ত সুবিধাজনক সেবা এবং একটি ভালো উন্নতি।’
ট্যাক্স রিফান্ড সেবা উপভোগকারী পর্যটকদের চীন ত্যাগ করার সময় কাস্টমস ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ার জন্যেও ধারাবাহিক সুবিধাজনক ব্যবস্থা রয়েছে।
ফুতং বিমানবন্দরের কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তা ওয়াং সিন জানান, ফুতং বিমানবন্দরের কাস্টমস ভাষা অনুবাদ সেবাসহ অনেক সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে পর্যটকরা উচ্চ দক্ষতা ও সুবিধাজনক সেবা উপভোগ করতে পারছেন।
সূত্র : আকাশ-তৌহিদ-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।