গাজার শিশুরা একটি শব্দই বুঝে
- জাকিয়া রহমান
গাজার শিশুরা একটি শব্দই বুঝে-
একটি শব্দই শুনেছে জন্মের পর।
শব্দ! অগ্ন্যস্ত্রের মরণ চিৎকার গুড়ুম! গুড়ুম!
যে কোন সময় মরণ, পুড়ে খাক!
বছরের পর বছর তারা জানে-
দেশ কেড়ে নিতে চায়, তাই আত্যাচারির এ জুলুম!
শিক্ষা পেল না তো আর কিছুই,
বাধ্য হয়ে কিছু শিখলো শুধু,
সিমেন্ট ধবংস স্তুপ থেকে মৃতদেহ উদ্ধার!
শিখলো আরো কৌশল ভস্মের ভেতর
থেকে আগুন-পোড়া পুতুল খোঁজা।
শেখেনি পদ্য কি ছড়া, কাহিনী রূপকথার।
বড় ধুসর কালো জীবন ওদের-
অনিশ্চিত সব রাক্ষসের হাতে।
পৃথিবী কি স্থবির! মুক! নেই কেন প্রতিবাদ?
দেয় না বাধা শুধু শুষে রক্ত,
ঢেকে দেয় মৃতদেহ আর ভস্ম,
ধ্বংস লীলা বুকে লুকায় নেই কোনো প্রতিঘাত।
অগুনতি শিশু, নারী ও মানুষ,
ক্ষত বিক্ষত দেহে গায়েব হলো
এ ধরার বুকে। সে কি সর্বংসহা! না কি নেই ক্ষমতা?
জ্বলন্ত নারকী অস্তিত্বে বাস,
মানবতার হেনস্থা সর্বত্র।
চলছে জুলুম মানুষের ‘পর মরছে মানবতা।
গাজায় দুর্দান্ত প্রতাপে জুলুমবাজের অনায়াস নির্যাতন,
চলছে মানবতার গলা টিপে অবাধেই শান্তি হরণ।