চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন গত (বুধবার) সকালে বেইজিংয়ে মহাগণভবনে শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংসহ সিপিসি’র নেতৃবৃন্দ ও কর্মকর্তারা এবং এনপিসির ২ হাজর ৮৮০ জন প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং গেল বছরের সরকারি কাজের প্রতিবেদন এবং নতুন কার্যবিবরণী পেশ করেছেন।
সরকারি কার্যবিবরণী অনুসারে, গত এক বছরে চীনের অর্থনীতিতে সুষ্ঠু উন্নয়নের ধারা বজায় থাকে এবং সারা বছরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান লক্ষ্যগুলো সুষ্ঠুভাবে অর্জিত হয়।
প্রতিবেদন অনুসারে, গত বছর চীনের জিডিপি ১৩৪.৯ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়ায়, যা আগের বছরের চেয়ে ৫ শতাংশ বেশি। পাশাপাশি, ২০২৪ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনের অবদান ছিল ৩০ শতাংশ পয়েন্ট। গত বছর চীন আন্তর্জাতিক বাণিজ্যেও নতুন রেকর্ড সৃষ্টি করে। আর, চীনের বিদেশী মুদ্রার রিজার্ভ ৩.২ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, গত এক বছরে চীনের উৎপাদনশিল্প খাতে বিদেশী পুঁজি প্রবেশের পথে সকল বাধা-নিষেধ তুলে নেওয়া হয়। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় বাণিজ্যিক সহযোগিতাও অব্যাহতভাবে সম্প্রসারিত হয়েছে ২০২৪ সালে।
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কার্যবিবরণীতে বলেন, চলতি বছর উন্নয়নের প্রধান অভীষ্ট লক্ষ্য হলো: প্রায় ৫ শতাংশ জিডিপি’ প্রবৃদ্ধি অর্জন। জরিপকৃত নগর বেকারত্বের হার প্রায় ৫.৫ শতাংশ এবং নতুন করে নগর কর্মসংস্থান ১.২ কোটির বেশি। সিপিআই’র বৃদ্ধি প্রায় ২ শতাংশ। বাসিন্দাদের আয় বৃদ্ধি ও অর্থনৈতিক বৃদ্ধি একই গতিতে চলমান। আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য সার্বিকভাবে ভারসাম্যপূর্ণ। খাদ্য উত্পাদন পরিমাণ প্রায় ৭ কোটি কেজি। ইউনিট জিডিপি জ্বালানি ক্ষয়ের হার ৩ শতাংশ কমানো হবে এবং প্রাকৃতিক পরিবেশের মান ধারাবাহিকভাবে উন্নীত হবে।
দেশি-বিদেশি পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রের উপাদান এবং চাহিদা ও সম্ভাব্যনা বিবেচনা করে, উপরোক্ত অভীষ্ট লক্ষ্য উত্থাপিত হয়। এসব লক্ষ্যবস্তু বাস্তবায়ন করা সহজ নয়, এ জন্য কঠোর প্রচেষ্টা চালাতে হবে।
কার্যবিবরণীতে নতুন দূষণকারী এবং পরিবেশগত ঝুঁকি নিয়ন্ত্রণের সমন্বিত শাসনব্যবস্থা জোরদার করার প্রস্তাব করা করা হয়েছে। সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অভিন্ন পরিবেশগত ব্যবস্থাপনা করা এবং নিয়ন্ত্রণ বাস্তবায়ন করতে হবে, প্রধান জীববৈচিত্র্য সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করতে এবং ইয়াংজি নদীতে দশ বছরের মাছ ধরার নিষেধাজ্ঞাকে দৃঢ়ভাবে প্রচার করতে হবে। পরিবেশগত সুরক্ষা ক্ষতিপূরণ এবং পরিবেশগত পণ্য মূল্য আদায়ের প্রক্রিয়া উন্নত করতে হবে। সবুজ এবং কম-কার্বন উন্নত প্রযুক্তি প্রদর্শন প্রকল্পগুলো গভীরভাবে বাস্তবায়ন করতে সবুজ ভবনের মতো নতুন বৃদ্ধির পয়েন্টগুলো গড়ে তুলতে, সবুজ ভোগের জন্য প্রণোদনা ব্যবস্থা উন্নত করতে হবে।
কার্যবিবরণীতে আরও বলা হয়েছে, সবার উচিত সক্রিয়ভাবে এবং অবিচলভাবে কার্বন পিক এবং কার্বন নিরপেক্ষতা প্রচার করা, বেশ কয়েকটি শূন্য-কার্বন পার্ক এবং শূন্য-কার্বন কারখানা স্থাপন করা, জাতীয় কার্বন নির্গমন বাণিজ্য বাজারের শিল্প কভারেজ প্রসারিত করা, একটি পণ্য কার্বন পদচিহ্ন ব্যবস্থাপনা ব্যবস্থা এবং একটি কার্বন লেবেলিং সার্টিফিকেশন সিস্টেম প্রতিষ্ঠা করা।
১১ মার্চ বিকেলে এনপিসির অধিবেশন সমাপ্ত হবে। অধিবেশন চলাকালে এনপিসি’র স্থায়ী কমিটির কর্মপ্রতিবেদন, সর্বোচ্চ আদালতের কর্মপ্রতিবেদন আর সুপ্রিম পিপলস প্রকিউরেটরেটের কর্মপ্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, চীনের জাতীয় গণকংগ্রেস সর্বোচ্চ আইনসভা বা জাতীয় কর্তৃপক্ষ। এর প্রতি পর্যায়ের মেয়াদ ৫ বছর। প্রতি বছরের বার্ষিক অধিবেশনে দেশের গুরুত্বপূর্ণ নীতিমালা, আইন ও গুরুত্বপূর্ণ কর্মী নিয়োগ এবং বরখাস্ত করা হয়। এ ব্যবস্থা চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের গণতান্ত্রিক রাজনীতির প্রতিফলন।
চীনের ‘দুই অধিবেশন’ বিভিন্ন নীতিমালার প্রতিফলন এবং বিদেশিদের চীনকে পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ জানালা। ২০২৫ সাল চীনের চতুর্দশ পাঁচশালা পরিকল্পনার শেষ বর্ষ এবং পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার শুরু। তাতে দেশের অর্থনীতি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, সামষ্টিক অর্থনৈতিক নীতিমালার দিকনির্দেশনা, অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ আর ক্রেতাদের উৎসাহিত করা, বেসামরিক অর্থনীতি ও গভীর সংস্কার ব্যবস্থাপনা, এআই প্রযুক্তি ও বাস্তব অর্থনীতির গভীর সংমিশ্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে।
সূত্র: সুবর্ণা-প্রেমা-রুবি-স্বর্ণা-আলিম, চায়না মিডিয়া গ্রুপ।