যুক্তরাষ্ট্র থেকে আরও ১১৬ অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। শনিবার রাতে বিশেষ এক বিমানে করে তাদের ফেরত পাঠানো হয়। বিমানটি ভারতের অমৃতসরের শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এবার অবৈধ অভিবাসীদের মধ্যে পাঞ্জাব প্রদেশের ৬৫ জন রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন দ্য ট্রিবিউন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর এটা দ্বিতীয় ঘটনা। এর আগেও শতাধিক ভারতীয়কে অপরাধীদের মতো হাত কড়া পরিয়ে বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরত পাঠানো হয়। তবে এবারের ফেরত পাঠানোর বিষয়টি এমন সময় ঘটলো যখন, মাত্র দুই দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রিবিউন বলছে, আগে থেকে খবর ছিল মার্কিন বিমান বাহিনীর সি-১৭ মডেলের গ্লোবমাস্টার নামের বিমানে করে ১১৯ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হবে। কিন্তু পরে দ্বিতীয় কিস্তির জন্য ১১৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়। এসকল অবৈধ অভিবাসীদের মধ্যে ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, আটজন গুজরাটের, দুইজন করে উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র এবং রাজস্থানের।একজন করে হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের। সূত্রের তথ্য মতে, এসব অবৈধ অভিবাসীদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ৩০ এর কোটায়। ভারতে ফেরত আসা অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে অনেকের পরিবারই বিমানবন্দরে ভিড় জমায়। কড়া নিরাপত্তার মধ্যে অভিবাসীদের পরিবারের হাতে তুলে দিয়েছে কর্তৃপক্ষ।
গত সপ্তাহে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবারেও সি-১৭ মডেলের কার্গো বিমানে করেই তাদের অমৃতসরের বিমানবন্দরে পাঠানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের পরপরই সেখান থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার ঘটনা ঘটল। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। যা ক্ষমতায় বসেই তা বাস্তবায়ন শুরু করেছেন। তার এই নীতিতে মোদিরও সমর্থন রয়েছে। এখন পর্যন্ত ২২০ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
ভারতের আরও ১১৬ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ০৪:৪৬ এএম

আন্তর্জাতিক রিলেটেড নিউজ

ট্রাম্পের আদেশের পর বাংলাদেশেও ইউএসএআইডি’র কার্যক্রম স্থগিত
.jpg)
Advancing the Prosperity of Canada and Strengthening Sovereignty

এক অকুতোভয় কূটনীতিকের কথা--সাবেক কূটনীতিক ও কলামিস্ট মহিউদ্দিন আহমেদ

প্রত্নতাত্ত্বিক সহযোগিতা ও বন্ধুত্বে চীন -বাংলাদেশ

ফোবানা ও ম্যারিয়ট হোটেল বিল সংক্রান্ত বিষয়ে মিথ্যা প্রচারের সতর্কীকরণ

ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব বিশ্বে চীনের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার প্রস্তাব
.jpg)
Bangladesh calls for renewed global commitment to financing and technology transfer for inclusive social development

চীনা মুদ্রার আন্তর্জাতিকায়ন স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে