আন্তর্জাতিক ডেস্ক:
আসিয়ান মিডিয়া পার্টনার্স ফোরাম ২০২২’ চীনে উদ্বোধন
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ০১:১৭ এএম

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আসিয়ান মিডিয়া পার্টনার্স ফোরাম ২০২২’ নাননিং শহরে উদ্বোধন করা হয়েছে। ১৭টি দেশের ৭০টিরও বেশি মিডিয়া এবং সংবাদ সংস্থার প্রায় ১৮০জন দেশ-বিদেশের প্রতিনিধি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ‘বুদ্ধি, যোগাযোগ ও সহযোগিতার’ বিষয়ে সংলাপ করেন। তাঁরা চীন ও আসিয়ান দেশের মিডিয়া সংস্থার সংলাপ আরও গভীর করেছেন। তারা চীন-আসিয়ানের আরও ঘনিষ্ঠ অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলবেন।
কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের চেয়ারম্যান লান থিয়ান ইয়ে, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র উপ-মহাপরিচালক ইয়ান সিয়াও মিং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। আসিয়ানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তেং সি চুন, ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সহকারীমন্ত্রী কাওকিমহার্ন, লাওসের সাবেক উপ-প্রধানমন্ত্রী সোমসাবতলেংসাবাদ অনলাইনে অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র উপ-মহাপরিচালক ইয়ান সিয়াও মিং সিএমজি’র উপ-মহাপরিচালক ইয়ান সিয়াও মিং বলেন, গত নভেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীর শীর্ষসম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। যা চীন ও আসিয়ানের আরো ঘনিষ্ঠ অভিন্ন ভাগ্যের কমিউনিটির সম্পর্ক স্থাপনে দিক নির্দেশনা দিয়েছে। শক্তিশালী ও প্রভাবশালী আন্তর্জাতিক তথ্যমাধ্যম এবং চীনের রাষ্ট্রীয় তথ্যমাধ্যম হিসেবে সিএমজি সাম্প্রতিক বছরগুলোতে আসিয়ান দেশের তথ্য মাধ্যমের সঙ্গে বিনিময় আরো ঘনিষ্ঠ করেছে। এবার মিডিয়া ফোরাম হল সিএমজি আসিয়ানের বিভিন্ন দেশের মিডিয়া সংস্থার সঙ্গে বিনিময় ও সহযোগিতার নতুন পদ্ধতি।
সিএমজি ভালোভাবে নিজের আন্তর্জাতিক সম্প্রচারের সুবিধা কাজে লাগিয়ে চীন ও আসিয়ান দেশগুলোর সহযোগিতা জোরদার করতে ও মৈত্রী বাড়াতে ইচ্ছুক। সিএমজি দু’পক্ষের সাংস্কৃতিক বিনিময় এবং বাস্তবভিত্তিক সহযোগিতার জন্য সেতুর মতো ভূমিকা পালন করবে, বিশ্বের মিডিয়া এবং সাংস্কৃতিক শিল্পের উন্নয়নে নতুন শক্তি যোগাবে।
সিএমজি’র উপ-মহাপরিচালক ইয়ান সিয়াও মিং এবং কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের ভাইস চেয়ারম্যান হুয়াং চুন হুয়া ‘সিএমজি ও কুয়াংসি সরকারের কৌশলগত সহযোগিতা কাঠামো চুক্তি’ স্বাক্ষর করেছেন।
চুক্তি অনুযায়ী, দু’পক্ষ নতুন যুগে আন্তর্জাতিক সম্প্রচারের সামর্থ্য নির্মাণের জন্য নিজের সুবিধা ব্যবহার করে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ করবে এবং চীন ও আসিয়ান আরো ঘনিষ্ঠ অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনের জন্য আরো বড় অবদান রাখবে। সূত্র:সিএমজি।
আন্তর্জাতিক রিলেটেড নিউজ

ভারত থেকে শেখ হাসিনার বিবৃতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার

সাগরের গল্প- ভ্রমন কাহিনী নির্ভর উপন্যাস বলা যায় এই বইটিকে

‘ঠাঁই নাই, ঠাঁই নাই’, তাই হাসিনাকে থাকতে হচ্ছে ভারতে! তবে মুজিব-কন্যাকে ‘আশ্রয়’ দিচ্ছেন না মোদী

চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু : প্রধান উপদেষ্টা ড. ইউনূস

হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো জাদুঘর মিলনায়তনে

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

একুশের বইমেলায় শিব্বীর আহমেদ’র ২টি বই কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ এবং প্রবন্ধ ‘নির্বাচিত কলাম’