চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সমরকান্দে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারোভ এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। কিরগিজ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে সি চিন পিং উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে বেইজিংয়ে বন্ধুত্বপুর্ণ, গভীর মত বিনিময়ের পর অনেক গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছায় দুই পক্ষ। কিরগিজস্তানের নিজস্ব উন্নয়নের পথ বাছাইয়ে দৃঢ় সমর্থন দেয় চীন। দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কিরগিজস্তানকে সমর্থন দেবে চীন। কিরগিজস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের শক্তির হস্তক্ষেপের ব্যাপারে বিরোধিতা করে চীন। অতীতের মতো ভবিষ্যতেও কিরগিজস্তানের বিশ্বস্ত, নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার হয়ে থাকবে চীন। সি চিন পিং জোর দিয়ে বলেছেন, নতুন পরিস্থিতিতে, দু’পক্ষের উচিত পারস্পরিক দৃঢ় সমর্থন এবং সার্বিক সহযোগিতা জোরদার করা। দু’পক্ষের উচিত অব্যাহতভাবে উন্নয়ন-কৌশল সংযুক্ত করা এবং দু’দেশের ‘মধ্যম ও দীর্ঘ মেয়াদী বাণিজ্যিক সহযোগিতা পরিকল্পনা’ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। প্রেসিডেন্ট সি আরো বলেন, চীন- কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ প্রকল্প বাস্তবায়নে চীন সমর্থন দেবে। এ প্রকল্প দ্রুত শুরু করতে চায় চীন। চীনের উচ্চ মানের শিল্প প্রতিষ্ঠানকে কিরগিজস্তানে পুঁজি বিনিয়োগে উৎসাহ দেয় চীন। প্রেসিডেন্ট সি চিন পিং আরও জানান, কিরগিজস্তানের সঙ্গে সমন্বয় জোরদার করে বিশ্ব উন্নয়ন ও নিরাপত্তা উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নে চীন আগ্রহী। চীন কিরগিজস্তানের সঙ্গে একযোগে দৃঢ়ভাবে আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করবে এবং উন্নয়নশীল দেশের অভিন্ন কল্যাণ নিশ্চিত করবে। বৈঠকে দু’দেশের সংশ্লিষ্ট বিভাগ কৃষি, চিকিৎসা, অগ্নি নির্বাপণ-সহ বিভিন্ন খাতে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। অন্য দিকে, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গে সাক্ষাতের সময় নেতৃবৃন্দ ঘোষণা করেন, দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘ মেয়াদী উন্নয়ন এবং দু’দেশের জনগণের ভবিষ্যৎ কল্যাণের জন্য দু’পক্ষের সহযোগিতা বাড়ানো হবে। পাশাপাশি, বন্ধুত্বপূর্ণ ও অংশীদারি সম্পর্ক মজবুত করা হবে এবং দু’পক্ষের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি বাস্তবায়ন করা হবে।সূত্র:সিএমজি