২৯শে নভেম্বর শুক্রবার চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ে প্রকাশিত হয় ‘নতুন যুগে চীনের গ্রামীণ সড়ক উন্নয়নের শ্বেতপত্র’। 
এতে বলা হয়েছে, চীন গ্রামীণ সড়কের উচ্চ-মানের উন্নয়ন-কাজকে এগিয়ে নিচ্ছে। ২০২৩ সালের শেষ নাগাদ, গ্রামীণ সড়কের মোট মাইলেজ বেড়ে ৪৬ লাখ কিলোমিটার হয়েছে, যা দেশের সড়কপথের মোট মাইলেজের ৮৪.৬ শতাংশ। 


শ্বেতপত্র অনুসারে, গত দশ বছরে, চীনের গ্রামীণ সড়ক নির্মাণকাজে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ২০২৩ সালের শেষ নাগাদ, গ্রেডেড গ্রামীণ সড়কের মাইলেজ ও অনুপাত ছিল যথাক্রমে ৪.৪৫ মিলিয়ন  কিলোমিটার ও  ৯৬.৮ শতাংশ; পাকা সড়কের মাইলেজ ও  অনুপাত ছিল যথাক্রমে ৪.২২ মিলিয়ন কিলোমিটার ও  ৯১.৮ শতাংশ। 

শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় উন্নয়ন-কৌশল এবং গ্রামীণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চাহিদা পূরণের ভিত্তিতে, চীন সংশ্লিষ্ট পরিকল্পনা নির্দেশিকা মেনে চলে ও সামগ্রিক সমন্বয় জোরদার করে। 

সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।