মার্কিন তারকা সংগীতশিল্পী টেইলর সুইফটের কনসার্ট মানেই যেন বিখ্যাত ব্যক্তিদের নজরকাড়া উপস্থিতি। এর ব্যত্যয় ঘটেনি কানাডার এরাস ট্যুরেও। সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! নেচে-গেয়ে কনসার্ট উপভোগ করলেন তিনি। শনিবার (২৩ নভেম্বর) রাতের কনসার্টটি ছিল নানাভাবে তাৎপর্যময়। কারণ গায়িকার এরাস ট্যুরেরও শেষ ধাপের কনসার্টের একটি এটি।  gnewsদৈনিক সম্প্রতি টেলর সুইফটের কনসার্টে ট্রুডোর সেই নাচটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শনিবার রাতে টরেন্টোর রজার্স সেন্টারে টেলর সুইফটের কনসার্ট ছিল। সেখানে দর্শক আসন ছিল পরিপূর্ণ। কিন্তু ট্রুডো কনসার্টটি উপভোগ করছিলেন দাঁড়িয়ে। দর্শকদের উন্মাদনা বেশ ভালোই পাচ্ছিলেন ট্রুডো। তাই আর নিজেকে সামলাতে পারেননি তিনি। গ্র্যামিজয়ী শিল্পীর বিখ্যাত গান ‘ইউ ডোন্ট ওন মি’র ছন্দে দুহাত তুলেই নাচতে শুরু করেন কানাডার প্রধানমন্ত্রী।     তবে সামজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভাইরাল সেই ভিডিওতে ট্রুডোকে নাচতে দেখে নেটিজেনদের বুঝতে আর বাকি নেই কানাডিয়ান প্রধানমন্ত্রী টেলরের গানের ভক্ত।   তবে তার এই নাচ নিয়ে বিতর্কও হয়েছে। কারণ, সপ্তাহ ধরে উত্তাল দেশটির মন্ট্রিয়াল শহর। সেখানে ঘটছে ন্যাটো-বিরোধী বিক্ষোভ। তবে বিষয়টি এড়িয়েই গেছেন তিনি। তাই তো নিন্দুকদের মন্তব্য, 'যেখানে মন্ট্রিয়াল উত্তাল, সেখানে জাস্টিন ট্রুডো কনসার্টে যেয়ে আনন্দে নাচছেন।' কানাডার প্রধানমন্ত্রীর এই নাচকে রোমের সম্রাট নিরোর বাঁশি বাজানোর সঙ্গেও তুলনা করা হয়েছে। 

  সরলতার অনেক নজির গড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অন্য সাধারণদের মতো সাইকেল চালিয়ে পার্লামেন্টে যাওয়ার একটি ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন এই প্রধানমন্ত্রী। এবার কনসার্টে দর্শকদের সঙ্গে নেচে অনন্য এক নজির গড়লেন এই শীর্ষ নেতা।  Taylor Swift.2 টিকটকে ভাইরাল হওয়া সেই ভিডিওতে জাস্টিন ট্রুডোকে নাচতে দেখা যাচ্ছে।  প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চে শুরু হয়েছিল টেইলর সুইফটের এরাস ট্যুর। যেখানে পাঁচটি মহাদেশজুড়ে ১৪৯টি শো। এবার এই কনসার্ট ট্যুর প্রায় শেষের পথে। বাকি রয়েছে মাত্র ৪টি শো। শেষ কনসার্টটি আগামী ৪ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে।