আন্তর্জাতিক ডেস্ক:
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে চীনা প্রেসিডেন্টের শোক
প্রকাশিত: ০৪ মে, ২০২৫, ১১:১৬ এএম

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মর্মান্তিক মৃত্যুতে নতুন ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়কে শোকবার্তা পাঠিয়েছেন।
বার্তায় তিনি চীন সরকার ও চীনা জনগণ এবং নিজের পক্ষ থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ব্রিটিশ রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথ ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তিনিই চীন সফর করা প্রথম ব্রিটিশ রানি। তাঁর মৃত্যু ব্রিটিশ জনগণের জন্য একটি বড় ক্ষতি।
চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমি চীন-যুক্তরাজ্য সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দিই এবং দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীকে কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া এবং দু’দেশ ও দু’দেশের জনগণের কল্যাণে রাজা তৃতীয় চার্লসের সাথে কাজ করতে ইচ্ছুক।’
দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ এবং রানির আত্মীয়স্বজন ও ব্রিটিশ সরকারের প্রতি সমবেদনা জানিয়ে একই দিন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ব্রিটিশ প্রধানমন্ত্রী এলিজাবেথ ট্রাসের কাছে শোকবার্তা পাঠিয়েছেন। সূত্র: সিএমজি।
আন্তর্জাতিক রিলেটেড নিউজ

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা বিষয়ক উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদের সংলাপ

Angry exchange between Trump and Zelensky at White House

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন নুর এলাহি মিনা

ইউএসএআইডি ছাড়াও বন্ধ হয়ে গেছে ৩৫০ মার্কিন সরকারি ওয়েবসাইট

নিউ ইয়র্ক বাংলা ও খবর ডটকম পরিবারের পক্ষ থেকে মাইন উদ্দিন আহমেদের প্রয়ানে গভীর মর্মাহত

চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১০৪.১ বিলিয়ন মার্কিন ডলার

হতাশায় ভরা দুটি চোখ --- জাকিয়া রহমান

চীনা বৈশিষ্ট্যময় গণতন্ত্র আরও নিখুঁত করে গড়ে তোলার প্রস্তাব