সীমান্ত সমস্যা হলো চীন ও ভারতের নিজস্ব ব্যাপার
প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ১০:৪২ এএম

চীন-ভারত সীমান্ত ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্য ফেই বলেন, চীন-ভারত সীমান্ত সমস্যায় বাইরের হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে বেইজিং।
তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট খবরাখবর খেয়াল করেছি এবং সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর নজর দেবো। চীন বরাবরই জোর দিয়ে বলে থাকে, সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক সহযোগিতা বিশেষ করে সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম তৃতীয় কোনে পক্ষের বিরুদ্ধে চালানো উচিত নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা সহায়তা করা প্রয়োজন'।
তিনি বলেন, সীমান্ত সমস্যা হলো চীন ও ভারতের নিজস্ব ব্যাপার। দু’পক্ষ বিভিন্ন পর্যায়ে কার্যকর যোগাযোগ বজায় রেখে আসছে এবং দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে সঠিকভাবে সংশ্লিষ্ট ব্যাপারেও একমত হয়।
চীনা মুখপাত্র বলেন, তৃতীয় যে কোনো পক্ষের যে কোনো উপায়ে চীন-ভারত সীমান্ত সমস্যায় হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে চীন। ১৯৯৩ ও ১৯৯৬ সালে চীন ও ভারতের স্বাক্ষরিত সংশ্লিষ্ট চুক্তির মর্ম অনুযায়ী দু’পক্ষ প্রকৃত নিয়ন্ত্রণ লাইনের কাছাকাছি এলাকায় অপর পক্ষের বিরুদ্ধে সামরিক মহড়ার আয়োজন করা নিষিদ্ধ।
তিনি বলেন, ভারত দু’দেশের শীর্ষনেতাদ্বয়ের গুরুত্বপূর্ণ মতৈক্য ও সংশ্লিষ্ট চুক্তি মেনে চলে দ্বিপক্ষীয় চ্যানেলের মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পালন করবে এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে সীমান্ত অঞ্চলের শান্তি ও প্রশস্তি রক্ষা করবে বলে আশা করে চীন। সূত্র:সিএমজি
আন্তর্জাতিক রিলেটেড নিউজ

ইউনেস্কোর তালিকায় স্থান পেল বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো

চীনে রয়েছে ৩,২১৫টি গণ-পাঠাগার

বেইজিংয়ে সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেস শুরু

চীন ও বিশ্ব আবহাওয়া সংস্থার মধ্যে যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ নির্মাণে দলিল স্বাক্ষর

‘এক দেশ, দুই ব্যবস্থা’ অনুশীলনের নতুন মডেলে পরিণত হয়েছে: সি চিন পিং

World Amateur Radio Day---Pradip Chandra Kundu

মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে যুব মিডিয়া কার্যক্রম চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে স্থাপিত কনফুসিয়াস ইন্সটিটিউটের নতুন যাত্রা শুরু