এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের সাত বছর পূর্ণ হয় ৩১ জুলাই। দিবসটি পালনের জন্য লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ের একশো ১১টি বিলুপ্ত ছিটমহলের মানুষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
“ছিটমহল বিনিময় দিবস” পালন উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ভিতরকুটি বিলুপ্ত ছিটমহলে সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতরাতে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রাত ১২টা এক মিনিটে কেককাটা ও মোমবাতি প্রজ্জ্বলন।

উল্লেখ্য, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১শে জুলাই তারিখের মধ্যরাত থেকে ভারত ও বাংলাদেশ এই দু’দেশের মধ্যে একশো ৬১টি ছিটমহল বিনিময় সম্পন্ন হয়।

এর মধ্যদিয়ে বাংলাদেশের ভিতরে থাকা ভারতের একশো ১১টি এবং ভারতের ভিতরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল বিনিময় হওয়ায় বন্ধুপ্রতীম দু’টি দেশের মধ্যে দীর্ঘ ৬৮ বছরের অমিমাংসিত সংকটের সমাধান হয়। এসব ছিটমহলের মানুষ নাগরিকত্ব অর্জন করেন এবং অর্ধ-লক্ষাধিক মানুষ মুক্তির আনন্দে মেতে উঠেন।