এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের সাত বছর পূর্ণ হয় ৩১ জুলাই। দিবসটি পালনের জন্য লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ের একশো ১১টি বিলুপ্ত ছিটমহলের মানুষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
“ছিটমহল বিনিময় দিবস” পালন উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ভিতরকুটি বিলুপ্ত ছিটমহলে সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতরাতে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রাত ১২টা এক মিনিটে কেককাটা ও মোমবাতি প্রজ্জ্বলন।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১শে জুলাই তারিখের মধ্যরাত থেকে ভারত ও বাংলাদেশ এই দু’দেশের মধ্যে একশো ৬১টি ছিটমহল বিনিময় সম্পন্ন হয়।
এর মধ্যদিয়ে বাংলাদেশের ভিতরে থাকা ভারতের একশো ১১টি এবং ভারতের ভিতরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল বিনিময় হওয়ায় বন্ধুপ্রতীম দু’টি দেশের মধ্যে দীর্ঘ ৬৮ বছরের অমিমাংসিত সংকটের সমাধান হয়। এসব ছিটমহলের মানুষ নাগরিকত্ব অর্জন করেন এবং অর্ধ-লক্ষাধিক মানুষ মুক্তির আনন্দে মেতে উঠেন।
ছিটমহল বিনিময় দিবস পালিত
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ০২:০৯ এএম

আন্তর্জাতিক রিলেটেড নিউজ
.jpg)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: স্মরণে শ্রদ্ধাঞ্জলি, হৃদয়ে সংস্কৃতি

VOA Launches Programming in Sindhi

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ –বিশ্বব্যাপী সংকটের মুখে জনজীবন

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি উন্নত হয়েছে

মুম্বাইয়ে কার্যালয় স্থাপনের ঘোষণা তাইওয়ানের; বেইজিংয়ের প্রতিবাদ

No scope to revoke death penalty, Asif Nazrul says after meeting Volker Turk

Professor Ali Riaz and Professor Rebecca Manring Re-Elected as President and Vice President of AIBS

ট্রাম্পের অভিষেক হবে ইনডোরে, পাল্টালো ৪০ বছরের ইতিহাস