পঞ্চম গবেষণা স্টেশন নির্মাণে ৪০তম অ্যান্টার্কটিক বৈজ্ঞানিক অভিযান শুরু করেছেন চীনের একদল বিজ্ঞানী। বুধবার সকালে এ মিশনে যাত্রা শুরু করেন বিজ্ঞানীরা।
এবারের গবেষণায় বিজ্ঞানীদের সুয়েলং ও সুয়েলং ২ বা স্নো ড্রাগন ও স্নো ড্রাগন ২ শাংহাই থেকে এবং পণ্যবাহী জাহাজ থিয়ান হুই পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের চাংচিয়াকং থেকে রওনা হয়।
৪৬০ জনের এবারের গবেষণা দলটি অ্যান্টার্কটিক বাস্তুসংস্থানের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনে অ্যান্টার্কটিকার ভূমিকা খুঁজে বের করবে। পাশাপাশি অত্যাধুনিক গবেষণা প্রকল্পে নরওয়েজিয়ান এবং অস্ট্রেলিয়ানদের সহযোগিতা করবে।
এই অভিযানের সময় রস সাগরের উপকূলীয় অঞ্চলে একটি নতুন বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যা অ্যান্টার্কটিকায় চীনের পঞ্চম গবেষণা কেন্দ্র এবং চাংচেং এবং চংশান স্টেশনের পরে তৃতীয় স্থায়ী গবেষণা কেন্দ্রে পরিণত হবে।
এছাড়া ৫ হাজার ২৪৪ বর্গমিটার জায়গা জুড়ে নতুন গবেষণা কেন্দ্র তৈরি করা হবে।কেন্দ্রটি গ্রীষ্মকালে ৮০ জন অভিযাত্রী দলের সদস্য এবং শীতকালে ৩০ জন সদস্যকে সহায়তা করতে সক্ষম হবে। এই স্টেশনটি অ্যান্টার্কটিকার বায়ুমণ্ডলীয় এবং সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি সেখানকার জৈবিক ও পরিবেশগত অবস্থাও পর্যবেক্ষণ করবে।
প্রথমবারের মতো অ্যান্টার্কটিক বৈজ্ঞানিক গবেষণা মিশন পরিচালনায় ব্যবহৃত হবে তিনটি জাহাজ এবং এই মিশন চলবে পাঁচ মাসেরও বেশি সময় ধরে।
সূত্র:নাহার- শান্তা, চায়না মিডিয়া গ্রুপ বাংলা।