তিন দশকের বেশি সময় ধরে দায়িত্বে থাকা ক্যালিফোর্নিয়ার সিনেটর ডায়ান ফেইনস্টাইন আর নেই। তিনি মার্কিন রাজনীতিতে নারীদের একজন অগ্রদূত হিসেবে পরিচিত। ৯০ বছর বয়সে শুক্রবার তিনি মারা যান। মৃত্যুর সময় তিনি ছিলেন মার্কিন সিনেটের সবচেয়ে বয়স্ক সদস্য।শুক্রবার একটি বিবৃতিতে ফেইনস্টাইনের অফিস বলেছে, ওয়াশিংটন ডিসিতে তার নিজ বাড়িতে মারা গেছেন তিনি। সিনেটর ফেইনস্টাইন ছিলেন এমন একজন যিনি আমাদের দেশ এবং অঙ্গরাজ্যের ওপর অবিশ্বাস্য প্রভাব ফেলেছিলেন। তিনি এমন একটি উদাহরণ রেখে গেছেন যা অনস্বীকার্য এবং অসাধারণ। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজমকে এখন ফেইনস্টাইনের স্থলাভিষিক্ত হবেন।   ১৯৩৩ সালে জন্মগ্রহণ করা ফেইনস্টাইন সান ফ্রান্সিসকোতে বেড়ে ওঠেন।  বিজ্ঞাপন  ১৯৭৮ সালে তিনি সান ফ্রান্সিসকোর প্রথম নারী মেয়র নির্বাচিত হন। এরপর ১৯৯২ সালে তিনি প্রথম সিনেটর নির্বাচিত হন।