চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের মহাগণভবনে ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন ডার লেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, চীন বরাবরই ইউরোপীয় ইউনিয়নকে আন্তর্জাতিক কাঠামোতে একটি কৌশলগত শক্তি মনে করে এবং চীন-ইউরোপ সম্পর্কের উন্নয়নকে চীনের কূটনীতিতে অগ্রাধিকার দিয়ে থাকে। ইউরোপের সঙ্গে ঐতিহ্যবাহী ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে, পারস্পরিক কৌশলগত আস্থা বাড়াতে, পারস্পরিক কল্যাণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ ও যৌথভাবে বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করতে এবং চীন-ইউরোপ সম্পর্কের উচ্চ মানের উন্নয়নে ইচ্ছুক চীন।
প্রেসিডেন্ট সি বলেন, চীন ও ইউরোপের যোগাযোগ জোরালো করে একে অপরকে সঠিকভাবে জানাশোনার পথ তৈরি এবং ভুল বোঝাবোঝি এড়ানো উচিৎ। চীনের উন্নয়নের উদ্দেশ্য হলো চীনা জনগণকে সুন্দর জীবন দেওয়া। চীন দৃঢ়ভাবে সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করে এবং চীনা জনগণের সুখশান্তি সাধনের অধিকার খর্ব করতে কোনো শক্তিকে অনুমোদন দেবে না। চীন ও ইউরোপের সহযোগিতার ওপর গুরুত্বারোপ, পারস্পরিক উপকারিতা বাস্তবায়ন, অর্থনীতির বিশ্বায়ন ও বাণিজ্যের অবাধকরণকে সমর্থন করা এবং আর্থ-বাণিজ্যিক সহযোগিতা নিয়ে গভীরভাবে সংলাপ চালানো উচিৎ। ইউরোপের কাছে চীন হচ্ছে জ্বালানি ও মুদ্রাস্ফীতিসহ নানা চ্যালেঞ্জের সমাধান এবং প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়ানোর গুরুত্বপূর্ণ অংশীদার।
ভন ডার লেন বলেন, চীনের সুদীর্ঘ ইতিহাস ও সুগভীর সংস্কৃতি আছে। ইউরোপ ও চীনের সভ্যতার বিনিময় এবং একে অপরের কাছ থেকে শেখা উভয় পক্ষ এবং বিশ্বের ওপর সক্রিয় প্রভাব ফেলবে।
তাইওয়ান সমস্যা প্রসঙ্গে সি চিন পিং বলেন, তাইওয়ান সমস্যা হলো চীনের কেন্দ্রীয় স্বার্থের কেন্দ্র। এখানে নাশকতা সৃষ্টিকারীদের চীন সরকার এবং জনগণ অনুমোদন দেবে না। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।