নিউইয়র্ক বাংলা বাংলা ডেস্ক রিপোর্ট :
চীনা রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২৪ জুন আফগানিস্তানের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোক জানিয়ে সেদেশের অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমিরখানমুতকিকে শোকবার্তা পাঠান।
বার্তায় ওয়াং ই বলেন, দক্ষিণ -পূর্ব আফগানিস্তানের ভূমিকম্পে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এতে শোক প্রকাশ করছি এবং হতাহতদের পরিবারবর্গকে জানাচ্ছি সমবেদনা।তিনি আরও বলেন, আফগান জনগণ এ দুর্যোগ কাটিয়ে উঠবে এবং শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে বলে আশি বিশ্বাস করি। চীন আফগানিস্তানের প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে চেষ্টা করবে।