নিউইয়র্ক বাংলা ডেস্ক রিপোর্ট:

প্রায় চার বছর ধরে সংস্কারের পর চীনের বেইজিংয়ের ফেংথাই রেলস্টেশন নতুন চেহারা নিয়ে সবার সামনে হাজির হয়েছে। ২০ জুন রেলস্টেশনটি চালু করা হয়। যা বেইজিংয়ের প্রথম রেলস্টেশন এবং পুন:র্নির্মাণের পর এটি এশিয়ার বৃহত্তম রেলস্টেশনে পরিণত হয়েছে।

 

বেইজিং ফেংথাই রেলস্টেশন চীনের রেলপথের শত বছরের উন্নয়নের সাক্ষী। বেইজিংয়ে সাতটি বড় আকারের যাত্রী পরিবহন স্টেশন এবং দু’টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। 

 

বেইজিং ফেংথাই রেলস্টেশন ১৮৯৫ সালে নির্মাণ শুরু হয়। যা বেইজিংয়ে সবার আগে তৈরি রেলস্টেশন। রাজধানীর নির্মাণকাজ এবং রেলপথ উন্নয়নের সঙ্গে সঙ্গে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রেলস্টেশনটির পুন:র্নির্মাণ শুরু হয়। বর্তমানে স্টেশনের আয়তন ৪ লাখ বর্গমিটার। ঘণ্টায় সর্বোচ্চ ১৪ হাজার যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করতে পারে।