ভারতের খ্যাতিমান অভিনেতা ও রাজনীতিক মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লুক মারা গেছেন। রোববার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। জানা গেছে, এক অজানা অসুখে ভুগছিলেন তিনি, সে অসুস্থতা থেকে হেলেনার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হেলেনার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের ‘মার্দ’ ছবিতে ব্রিটিশ রানির ভূমিকায় দেখা যায় মিঠুনের প্রাক্তন স্ত্রীকে। অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে হেলেনার বিবাহিত সম্পর্ক ছিল মাত্র চার মাসের। বিয়ের চারমাসের মধ্যেই তাদের ডিভোর্স হয়। হেলেনা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও তার ক্যারিয়ার শুরু বলিউডেই। হেলেনা রোববার রাত ৯ টা ২০ মিনিটে একটা ফেসবুক পোস্ট দেন।সেখানে শেষবারের মতো তিনি লেখেন, ‘কীরকম একটা অস্বস্তি অনুভূতি হচ্ছে, জানি না হঠাৎ এমন কেন লাগছে। খুবই ভারাক্রান্ত ও কনফিউজড লাগছে।’ তারপরই খবরে আসে হেলেনা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। পরে বেশ কিছু রিপোর্ট সূত্রে জানা গেছে, হেলেনার শরীর ভাল ছিল না এবং তিনি চিকিৎসকের পরামর্শ নেননি। তার এই পোস্ট দেখে নেটিজেনদের মনে করছেন, হেলেনা কি তাহলে আগাম মৃত্যুকে অনুভব করতে পেরেছিলেন? ১৯৭৯ সালে তাদের বিয়ে হয়। এক পুরোনো সাক্ষাৎকার অনুযায়ী, প্রথম প্রথম সব কিছুই ঠিক ছিল। ক্রমশ সম্পর্ক বিষিয়ে উঠতে থাকে। বিয়ের মাত্র চার মাসের মাথায় আলাদা হয়ে যান তারা। সেই সময় মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যমকে হেলেনা জানিয়েছিলেন, মিঠুনের সঙ্গে বিয়েটা দুঃস্বপ্ন ছিল! তিনি বিয়ের আগে অভিনেতাকে একভাবে চিনেছিলেন। এক ছাদের নীচে বসবাসের সময় তার ভিন্ন রূপ দেখেন, যা তার কাছে অত্যন্ত ভয়ংকর ছিল।
মারা গেছেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ০৯:১৬ পিএম

বিনোদন রিলেটেড নিউজ

মন বলছে বৃষ্টি হবে -- মৃদুল আহমেদ

বগুড়ায় টিএমএসএস-এর উদ্যোগে আমেরিকা-বাংলাদেশ চেম্বার আসিফ বারী টুটুল সভাপতিকে সংবর্ধনা ও উন্নয়ন আলোচনা

চীনে প্রকাশিত হলো বসন্ত উৎসব গালার প্রতিপাদ্য ও লোগো

সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
.jpg)
অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া

ঈদে নাটকের চমক নিয়ে আসছেন নির্মাতা এইচ এম পিয়াল

*Who are they? They are human, so why are humans killing humans* - Pamelia Riviere

বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত