বীর মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনের
১২ প্রয়ান দিবসে আমরা জানাই গভীর শ্রদ্ধা !
৮৮ সালের মহাপ্লাবনের সময় ক্রান্তি শিল্পী ক্রান্তি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে গণসংগীত পরিবেশন করছি । মাহবুবুল হায়দার মোহন , মাহবুব জামান ও পাশাপাশি সাথে ক্রান্তির অন্যরা ।