এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ:
আজ কুড়িগ্রামে এক অভাবনীয় ঘটনা ঘটে গেল। শহরের নববধূ সনিতা রানী (১৮) কে হেলিকপ্টারে করে নেত্রকোনা জেলায় উড়িয়ে নিয়ে গেল হরিজন সম্প্রদায়ের যুবক অপু বাঁশফোড়। ঘটনাটি শহরে টক অবদি টাউন।
শুধু তাই নয় পুরো বিয়ে ভিডিও করা হয়েছে ড্রোন দিয়ে। এ ঘটনায় খুশি পুরো হরিজন পল্লী। দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম থেকে নববধূকে নিয়ে যাওয়ার সময় পুরো স্টেডিয়ামে ছিল উপচে পরা মানুষের ভীড়। পুরো ঘটনা এক নজর দেখতে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন ভীড় জমায় সেখানে।
হরিজন যুব সম্প্রদায় কমিটির সাধারণ সম্পাদক জয়কুমার বাঁশফোড় জানান, কুড়িগ্রাম এলজিইডি বস্তির হরিজন সম্প্রদায়ের অধিবাসী ভূট্টুলাল রবিদাসের তৃতীয় কন্যা সনিতা রানীর সাথে নেত্রকোনা জেলার জয়নগর হাসপাতাল এলাকার মৃত: দীলিপ বাঁশফোড়ের ছোট ছেলে অপু বাঁশফোড়ের সাথে বিয়ে সম্পন্ন হয় মঙ্গলবার রাত ২টার সময়। বুধবার সকালে সকল কার্যক্রম শেষে দুপুর দেড়টার সময় নববধুকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যান বর অপু বাঁশফোড়।
জানা গেছে পারিবারিকভাবেই বিয়েটা অনুষ্ঠিত হয়। ছেলে নেত্রকোনায় পাঠশালা ব্যান্ডে কাজ করে এবং একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে সরকারি চাকুরী করে।
বর অপু বাঁশফোড় জানান, আমার বাবার স্বপ্ন ছিল ছেলের বউকে হেলিকপ্টারে বাড়ীতে নিয়ে আসবে। তার ইচ্ছে পুরণ করতে এই ব্যবস্থা করেছি। এজন্য অনেক দিন থেকে অর্থ সংগ্রহ করে আসছি। আমার পরিবারও সহযোগিতা করেছে। ঘন্টায় ৮০ হাজার টাকা করে ৩ঘন্টার জন্য হেলিকপ্টারটি ভাড়া করা হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।
হেলিকপ্টারে কুড়িগ্রাম থেকে বধু নিয়ে গেল নেত্রকোনার এক হরিজন যুবক
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৪৮ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

সিলেট আর্টস কলেজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

আমাদের সময় সম্পাদকরা অনেক সম্মানীয় ছিলেন--মনজুর আহমেদ

আইসিএসবি (ICSB) দেশের ব্যবসা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ধর্ষক ও স্বৈরাচারের পাহারাদার

পাবনায় তালশাঁসের দাম বেশি হলেও বেড়েছে কদর

আদমদিঘী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীদের আর্থিক ও অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Senator Roger Marshall to extend support to strengthen further Dhaka-Washington ties

কাজী মন্টু ভাইয়ের সাথে দেখা হলে ফিরে যাই সাংবাদিকতার সেই দিনগুলোতে