এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :



সম্প্রতি জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলার সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে বগুড়ায় ৭ উপজেলার বসবাসরত বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের অংশ গ্রহণে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলা সম্মেলন এর উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ উপদেষ্টা অশোক সরকার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গনেশ মার্ডি, প্রধান বক্তা সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, মুখপাত্র ও দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, প্রচার সম্পাদক রামপ্রসাদ মাহাতো,কেন্দ্রীয় সদস্য বিভূতি ভূষণ মাহাতো, রংপুর জেলা সভাপতি কৃষিবিদ বিমল খালকো, বগুড়া জেলা সাবেক সভাপতি যুগেশ মাহাতো, নাটোর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, আরো বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা সদস্য সচিব হিরালাল সিং, আদিবাসী ছাত্র পরিষদের বগুড়া জেলা সাবেক সভাপতি শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, আদিবাসী যুব পরিষদের সারিয়াকান্দি উপজেলা সভাপতি সুনীল রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সুজন কুমার রাজভর প্রমূখ্য। শুরুতে উদ্বোধন এরপর একটি মিছিল বগুড়া জেলা পরিষদ শুরু করে সাত মাথা হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সন্তোষ সিং (বাবু) সভাপতিত্বে ও আলোচনা সভা পরিচালনা করেন সদস্য সচিব সপন কর্মিদাস।

সম্মেলনে বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে পাচঁ শতাধিক এর অধিক নেতৃবৃন্দের অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে সর্বসম্মতিতে সম্মেলনে সভাপতি সন্তোষ সিং( বাবু), সাধারণ সম্পাদক সপন কর্মিদাস, সাংগঠনিক সম্পাদক হরেন উরাও কে করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।