এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:  

(২৪ মার্চ, সোমবার) সকাল ১০ টায় বগুড়ার জেলার,আদমদিঘী উপজেলার বিভিন্ন  দপ্তরের কর্মচারীদের আর্থিক ও অফিস ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও কারিগরি সহযোগিতায় উপজেলা প্রকৌশলী কার্যালয় এবং উপজেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।   এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বগুড়া।   উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।   এছাড়া প্রধান অতিথি আদমদিঘী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন