অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম থেকে গিয়ে ছিলাম ২১শে বই মেলায়। আমার প্রিয়জন এবং আপনজন দের কিছু বই এবার ২১শে বই মেলায় প্রকাশিত হয়েছে ওনাদের প্রকাশিত কিছু বই বন্ধু মহল এবং এলাকরার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপহার হিসাবে প্রদান বলে ক্রয় করেছি। বই গুলোর মধ্যে রয়েছে আমার অত্যান্ত প্রিয়জন এবং আপনজন যিনি সবসময় আমাকে বিভিন্ন বিষয়ে অনুপ্রেরনা দিয়ে সবসময় আমাকে সহযোগিতা করেন তিনি আপনাদের সকলের পরিচিত মুখ নিউইয়র্ক প্রবাসী,কবি,সাহিত্যিক এবং বিশিষ্ট সাংবাদিক জনাব আকবর হায়দার কিরন।এবার মেলায় ওনার লিখা যে বইটি প্রকাশিত হয়েছে বইটির নাম:-নিউ ইয়র্কে ৩০ বসন্ত।অসাধারণ প্রচ্ছদ যিনি করেছেন তিনিও আমার প্রিয়জন জনাব রাগীর আহসান।বইটি পাবেন অন্বয় প্রকাশনীর ষ্টলে।কিংবদন্তির বেতার ব্যক্তিত্ব আমারা যারা আন্তর্জাতিক বেতার জগতের শ্রোতা এবং সংগঠক আমাদের সকলের প্রিয়জন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক সাংবাদিক জনাব সরকার কবীরূদ্দীন সহেবের একটি বই এবার ২১ বই মেলায় প্রকাশিত হয়েছে বইটির নাম :-সরকার কবীররূদ্দীনের ডাইরি।বইটির চমৎকার প্রচ্ছদ করেছেন ধ্রব এষ।বইটি পাওয়া যাচ্ছে অনন্যা প্যাভেলিয়নে।
আমার আপন আত্মীয় যিনি সবসময় আমাদের কে আদর যত্নে বড় করেছেন ছোট বেলায় আমার আপাদের পড়ালিখা সংক্রান্ত বই,বা অন্য যে কোন কাজে যার নিকট আমাকে পাঠাতেন তিনি হলেন জাহেদা ফুপু। দেখা হলে বলতেন যুবরাজ এমন ভাবে বলতেন যেন দুনিয়ার সকল মমতা মিশানো থাকতো ওনার ঢাকে শুধু ওনার বল্লেও ভূল হবে ওনারা সবাই অর্থাৎ আমার সকল ফুপু এবং কাকারা সবাই আমাকে অসম্ভব আদর করতেন এখনো অনেক বেশি আদর করেন। আমার শ্রদ্ধাভাজন ফুপু জনাব জাহেদা চৌধুরী লেখা একটি বই ২১শে বই মেলায় প্রকাশিত হয়েছে বইটির নাম:-গোধূলির ট্রেন। বইটির সুন্দর প্রচ্ছদ করেছেনে ধ্রুব এষ। এই বইটি আপনারা পাবেন অন্বয় প্রকাশনীর ষ্টলে।
এবার বই মেলায় যা দেখলান তাতে মনে হয়েছে ক্রেতার সংখ্যা অনেক কম কপোত-কপোতী ভরপুর মেলা প্রাঙ্গন যা আমার পছন্দ হয়নি। ২০২৫ এ ২১শে বই মেলার প্রতিপদ্য বিষয় ছিলো :- ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের উৎসর্গ করে এ বছর অমর একুশে বইমেলার থিমনির্ধারণ করা হয়েছে। এবছরের প্রতিপাদ্য হলো 'জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ'। ছাত্র-জনতার এই অভ্যুত্থানে ছাত্রদের আত্মত্যাগের চেতনা বইমেলার সর্বত্র প্রতিফলিত হবে। তবে আমি একটা কাজ করেছি মেলার কোন ডাস্টবিন আমি ব্যাবহার করিনাই আমার নিকট বিষয়টি অতিরঞ্জিত মনে হয়েছে। যদিও আমি আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত নই।আপনারা যে যেখানে আছেন ভালো ও নিরাপদে থাকুন।বই আমার মনের খোরাক আসুন আমরা নিজে বই পড়ি,অন্য জনকে বই পড়তে উৎসাহিত করি এবং প্রিয়জন বন্ধুদের কে বই উপহার দেই।