এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : দিনটি উপলক্ষে সকালে নগরীর শহীদ মিনারগুলোতে প্রশাসন, রাজনৈতকি দল, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাত্তরের বীর শহীদরে প্রতি শ্রদ্ধা জানানো হয়। (১৬ ডিসেম্বর সোমবার ) সকালে নগরীর কোট শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমশিনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার। এছাড়াও একই শহীদ মিনারে রাজশাহী সিটি কর্পোরেশন পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এরপরে রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। অপরদিকে, মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মামুনুর রশিদ। এছাড়াও মহানগর বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা নগরীতে বিজয় র্যালী বের করে। পরে সাহেববাজার জিরোপয়েন্টে আলোচনার সভার আয়োজন করে তারা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী। রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমূখ