বগুড়ার আদমদীঘিতে বিজয় মেলার মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। (১৬ ডিসেম্বর, সোমবার ) ১২টা ১ মিনিটে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনানে উপজেলা প্রাশাসন, বিএনপি. বিভিন্ন সংঠনের পুস্পস্তবক অর্পন করা হয়। এ দিন সকাল ৯টায় আদমদীঘি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বেলা ১১ টায় একই স্থানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি,থানা অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সম্পাদক আবু হাসান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, মহাতাব আলী, ডেপুটি কমান্ডার হাফিজার রহমান, রশিদুল ইসলাম, কাবিল উদ্দিন, তহির উদ্দিনসহ বিপুল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। এই বিজয় মেলায় পিঠা উৎসব, নাগর দোলা, খাবার দোকান খেলনাসহ বিভিন্ন স্টল স্থান পায়। বাদ জোহর মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দির সমূহে প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিজয় মেলায় বিপুল দর্শকের সমাগম ঘটে।
আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ০২:৫৫ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার ২৮ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজধানী শিল্পীদের ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশে শহীদের নাম ধরে ডাক, সাড়া দিলেন জনতা

পলাশবাড়ী প্রেসক্লাব’র বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার পরিদর্শন করেন স্মৃতি এমপি

দ্রুত টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান : পরারষ্ট্র মন্ত্রী

শিল্পকলায় লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে সাধুমেলা

নারীদের ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়- ভারতীয় সহকারী হাইকমিশনার

বাংলাদেশের পানি ও পরিবেশ নিয়ে সম্মেলন হতে যাচ্ছে ঢাকা ও ভার্জিনিয়ায় ৪-- ৬ জানুয়ারী

বগুড়ায় মাসব্যাপী তাঁত-বস্ত্র শিল্প ও পণ্য মেলার উদ্বোধন