এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :
বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব হাসান মীর (মীর হাসান ইউনুস) (২৩ নভেম্বর শনিবার ) রাত সাড়ে দশটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ শয্যাগত ছিলেন। বাংলাদেশ বেতার ও এন এইচ কে রেডিও জাপানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ বেতারে চাকুরি কালীন সময়ে ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পযন্ত রেডিও জাপান বাংলা বিভাগে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। তিনি জাপানি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন। তিনি লেখালেখিতেও ছিলেন সিদ্ধহস্ত , তিনি বেশ কয়েকটি জাপানি বই বাংলায় অনুবাদ করে প্রকাশ করেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জন্মগ্রহণকারী হাসান মীরের বাবা রেলওয়েতে কর্মরত ছিলেন । নিজগ্রাম বাহাদুরপুরে প্রাথমিক শিক্ষা গ্রহন করেন। বাবার কর্মস্থল ছিল পোড়াদহ । কুষ্টিয়া মুসলিম হাই স্কুল থেকে ম্যাটিকুলেশন পাশের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শেষে তিনি তদানীন্তন রেডিও পাকিস্তান ঢাকার সংবাদ বিভাগে যোগদান করেন। আজ আবাসস্থল রাজশাহীতে বাদ যোহর রাণীবাজার মসজিদ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমের গ্রামের বাড়ী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে । বিশিষ্ট এ বেতার ব্যক্তিত্বের মৃত্যুতে বাংলাদেশ ও ভারতের অনেক বেতার শ্রোতা শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রয়াত হাসান মীর একজন ভালো বেতার শ্রোতাও ছিলেন, তিনি বিশেষ করে বিবিসির অনুষ্ঠান নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করতেন।