পুড়ে সব ছারখার
- জাকিয়া রহমান
গড়েছিল ওরা আশার নীড়
স্বপ্ন বুনে জীবন কাটাবে বলে,
আজ সব অগ্নিদগ্ধ!
পুড়ে সব ছারখার!
ধূমায়িত সব ভালবাসার গাঁথা
একাকার জ্বলে খাক!
সব স্নেহ প্রেম ভস্মের স্তুপে
ফেরানোর নেই কোন পথ।
ঘরের কোনায় রইবে-
শুধু স্মৃতির থলেতে পুরানো কথা।
পূর্ণ করেছে বিধাতা সে থলে অসময়ে
যা ছিল দেবার দিয়েছে-
সে থলেতে ভরবেনা আর কোন নতুন কথা।
কিছু দেবার সাধ্য নেই কারো আর!
চোখ ভাসবে নোনা জলে চিরদিন
জীবন ঘরের সে শূন্য কোণটা দেখে।
কল্পনাতেই জড়িয়ে ধরে প্রিয় হারানো মুখ,
রাত কাটাবে নির্মম যন্ত্রণায়-
বাকি জীবনের জন্য।
ভস্মের স্তুপে যত সঞ্চিত আশা,
জীবনের পরম ভালোবাসা-
পুড়ে সব ছারখার!