এম আব্দুর রাজ্জাক : ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টায় বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০৩ নং ওর্য়াডের অন্তাহার গ্রামের অসহায় মেধাবী ছাত্রী মোছাঃ শারমিন  আকতার  এবং মোছাঃ খাদিজা আকতার কে।  বগুড়া -৩ আসন আদমদিঘী- দুঁপচাচিয়ার মাননীয় সংসদ সদস্য  এ‍্যাডঃ নুরুল ইসলাম তালুকদার দুই জন কে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।উভয়ে ছাতিনগ্রাম উচ্চ বিদ‍্যালয় থেকে এ বছর মেধা তালিকায় জিপিএ + ৫  স্হান করে নিয়েছে। আজ এ অনুষ্ঠানে দুই কৃতি শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের কথা ও অনুভূতি প্রকাশ করেন। তারা উভয়ে ছাতিনগ্রাম উচ্চ বিদ‍্যালয় থেকে জিপিএ + ৫ পেয়ে উত্তিন হয়।এসময়  উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, ইউপি সদস্য মহসিন আলী, মহিলা মেম্বার সবিতা বেগম, শাহিনুর ইসলাম শাহিন, আব্দুল হাই লুলু, বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, সহ এলাকার বেশ গন‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ