প্রতীক ওমর: আগামী ৭ জুলাই রডিও তেহরানের (আইআরআইবি) ফ্যানক্লাব বাংলাদেশ’র রংপুর বিভাগীয় কমিটির উদ্বোধন হতে যাচ্ছে। জমকালো ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেডিও তেহরান বাংলা বিভাগের সাবেক পরিচালক ও সিনিয়র সাংবাদিক মুজাহিদুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আইআরআইবি ফ্যানক্লাব বাংলাদেশের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত পরিচালক আমজাদ হোসেন, রেডিও তেহরানের ব্রোডকাস্টার মোহাম্মদ আশরাফুর রহমান। রেডিও তেহরান বাংলা বিভাগের মডারেটর আবু তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন (আইআরআইবি) ফ্যানক্লাব বাংলাদেশ রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস মাস্টার। সভাপতিত্ব করবেন (আইআরআইবি) ফ্যানক্লাব বাংলাদেশ রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক ড: মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানটি রংপুরের স্টেশন রোডের আহার মিলনায়তনে সকাল ৯টায় শুরু হবে। অনুষ্ঠান প্রস্তুতি নিয়ে রেডিও তেহরান বাংলা বিভাগের মডারেটর আবু তাহের বলেন, রংপর বিভাগের রেডিও প্রেমী সকল শ্রোতাদের সর্বাত্মক সহযোগিতা ও প্রচেষ্টায় আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রথম বিভাগীয় কমিটির উদ্বোধন হতে যাচ্ছে। রেডিও তেহরান বাংলা ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে শ্রোতাদের সানুগ্রহ উপস্থিতি প্রত্যাশা করছি। ওদিকে অনুষ্ঠানের সার্বিক সাফল্য নিশ্চিৎ করতে রংপুর বিভাগীয় কমিটির সকল সদস্যরা এক মাস আগে থেকে প্রস্তুতি নেয়া শুরু করেছে উল্লেখ করে আইআরআইবি ফ্যানক্লাব বাংলাদেশের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ বলেন, অনুষ্ঠানটি জমকালোভাবে শুরু হবে। রেডিও শ্রোতারা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন বলেনও আশা প্রকাশ করেন তিনি।