এম আব্দুর রাজ্জাক, আদমদিঘী. বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের, কাল্লাগাড়ি গ্রামের আবুল হোসেন রাজ বাধ‍ক‍্য জনিত কারনে (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি………..রাজিউন)। তিনি উপজেলার ছাতিয়ানগ্রামের কাল্লাগাড়ি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার  রাত সাড়ে ০৮ টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা শুক্রবার বাদ জুম্মা তার নিজ কাল্লাগাড়ি গ্রামে  জানাজা নামাজ শেষে পারিবারিক করবস্থানে মরদেহ দাফন করা হয়।শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, আদমদিঘী আওয়ামী লীগের সহ- সভাপতি  এবং ০১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব  আব্দুল হক (আবু)। তিনি বলেন, আবুল হোসেন ভাই দীর্ঘদিন সমাজের জন্য ভালো কাজ করে গেছেন। তিনি  একজন ভালো ও সাদা সরল মনের মানুষ ছিলেন। তিনি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন এবং সবার সঙ্গে ওঠা বসা করতেন। সেই সঙ্গে নিয়মিত  নামাজি ব‍্যাক্তি ছিলেন। আরও বলেন, মহান  আল্লাহ্ পাক তাকে মাফ করে যেন জান্নাত দান করেন।

এছাড়াও মরহুমের জানাজায় শরীক হন ইউ পি,সদস্য মনি জুলফিকার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মহসিন  আলী, সাবেক মেম্বার আশরাফুর রহমান, ইয়ারব আলী, খন্দকার তহিদ আলী, গোলাম রব্বানী, বেলাল হোসেন, বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক সহ  কাল্লাগাড়ি ও সাগরপুর, নিমাইদিঘী এবং পাহালোয়ানপাড়া গ্রামের ধর্মপ্রান মুসুল্লিবৃন্দ অংশ গ্রহন করেন।