নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার‌্যান্স ১৯৭১,
ইউএসএ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়ার দোয়া
মাহফিল ও আলাচনা সভায় সকল দূতাবাস ও জাতিসংঘস্থ বাংলাদেশের
স্থায়ী মিশনে মুক্তিযোদ্ধা কর্ণার প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।
সভায় বক্তারা বলেন, সঙ্গত কারণেই মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমে আসছে।
আজো যেসকল বীর মুক্তিযোদ্ধারা বেঁচে রয়েছেন তারা গাজী হলেও
তাদের মধ্যে অনেকেই আর্থিকভাবে স্বচ্ছল নয়। প্রবাসে অনেক
মুক্তিযোদ্ধ রয়েছেন তাদের মধ্যেও অনেকেই নানাভাবে অবহেলিত আর
আর্থিক সঙ্কটে রয়েছেন। প্রবাসী মুক্তিযোদ্ধারা যুক্তরাষ্ট্রের অভিবাসী
বা নাগরিক হিসেবে যে সুবিধা পান তাও পর্যাপ্ত নয়। তাই বাংলাদেশ
সরকার দেশ ও প্রবাসের সকল মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় এগিয়ে
আসবে এটাই কাম্য। 
সিটির জ্যাকসন হাইটস্থ একটি পার্টি হলে গত ২০ মে শনিবার
সন্ধ্যায় আয়োজিত উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব
করেন আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা
খান মিরাজ। এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত,
বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি
কনসাল এস এম নাজমুল হাসান ও মুলধারার রাজনীতিক মোর্শেদ আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মকবুল তালুকদার।
সাবির্ক তত্ত¡াবধানে ছিলেন বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার‌্যান্স ১৯৭১
ইউএসএ’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন। দোয়া
পরিচালনা করেন আবুল কাশেম।

অতিথিবৃন্দ ছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী
লীগের অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসান ও জয়নাল আবেদীন, বীর
মুক্তিযোদ্ধা যথাক্রমে ড. আব্দুল বাতেন, শরাফ সরকার, খোরশেদ আনোয়ার
বাবুল ও মনির হোসেন মনির, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা সোলায়মান
আলী, কামারুল ইসলাম হীরা, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ
শাহনাজ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট বদরুজ্জামান খান, আহসান
কিবরিয়া অনু, শাহাদত হোসেন, আহনাফ আলম, কামাল উদ্দীন, আলী
হোসেন কিবরিয়া, নুরুল ইসলাম, স্বীকৃতি বরুয়া, সালেহা ইসলাম,
এডভোকেট রুবাইয়া রহমান, জয়নাল আবেদীন জয় প্রমুখ। এছাড়াও
কবিতা পাঠ করেন কবি হাসান আল আব্দুল্লাহ।
সভার দাবীর প্রেক্ষিতে রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, দেশের বীর
মুক্তিযোদ্ধাদের সন্মানে যা করার দরকার আমরা তা করতে প্রস্তুত আছি
এবং আমাদের সাধ্যমত যা করার তাই করবো।
সভায় বক্তারা দূর্বৃত্তের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন
থাকাবস্থায় মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ভূইয়ার বিদহী
আতœার মাগফেরাত কামনা এবং তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ও
তাঁর উপর হামলার বিচার দাবী করেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের
চেতনাকে সমুন্নত রাখতে ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা
শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় রাখা দরকার। কেননা, আওয়ামী লীগ
মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে
মুক্তিযোদ্ধারা দেশে থাকতে পারবে না। আওয়ামী লীগ নেতাকর্মীদের
নির্বিচারে হত্যা করবে। বক্তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে
আবারও নির্বাচিত করতে প্রবাসীদের এগিয়ে আসার আহŸান
জানান।