চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শ্রেষ্ঠ  শিক্ষা  প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে উথলী ডিগ্রি কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর জরিপে এই প্রতিষ্ঠানটি জীবননগর উপজেলার কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়াও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন অত্র কলেজের অধ্যক্ষ মো.আকরাম হোসেন।শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন মো.আসাদুজ্জামান। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন এই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোছাঃসানজিদা খাতুন। উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন বলেন,একসাথে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক(রোভার) ও শ্রেষ্ঠ শিক্ষার্থী এই ৪ টি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করাটা অনেক আনন্দের ও গর্বের। আমরা সবসময় এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই শ্রেষ্ঠত্ব অর্জন করায় উথলী ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সদস্য, প্রতিষ্ঠান প্রধান,শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জানায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।