এম আব্দুর রাজ্জাক আদমদিঘী, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে "  এবারের প্রতিবাদ‍্য " স্মাট লাইভস্টক, স্মাট বাংলাদেশ। প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় দিন ব্যাপি প্রানিসম্পদ প্রদর্শনী ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৫ ফেব্রুয়ারি ) আদমদীঘি ঈশ্বর  পুর্ন জয় পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে বেলা ১১ টায় এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী  অফিসার জনাব  টুকটুক তালুকদারের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন আদমদিঘী উপজেলা চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম খান রাজু। এসময়  মাননীয় প্রধান  অতিথি সাহেব  ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এবং শান্তির পায়রা কবুতর উড়িয়ে দেন।

আদমদীঘি উপজেলা ভেটেরিনারী সার্জন ডা: পুজা সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রানিসম্পদ অফিসার ডা: আমিরুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র  কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: মাসুদ রানা, আদমদিঘী থানা  অফিসার  ইনচার্জ  ওসি রেজাউল করিম রেজা, আদমদিঘী সদর  ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, খামারি সুলতানা বিজলী প্রমুখ এছাড়াও  উপস্থিত ছিলেন  বিভিন্ন সরকারি  ও বেসরকারি প্রতিষ্টানেের কর্মকর্তা গন এবং নিউইয়র্ক বাংলা ডটকম পত্রিকার বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন পত্রিকার  সাংবাদিক বৃন্দ।

প্রদর্শনীতে গরু, মহিষ, ছাগল, কবুতর, পাখি, উন্নতজাতের মুরগিসহ নানা প্রজাতির ৪৫ টি খামারী স্টল স্থান পায়।  আজ এ অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু  কর্তৃক খামারি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।