রাজবাড়ী জেলায় জৌকুড়া গ্রামে “মোজাহার হোসেন ফাউণ্ডেশন”-এর অধীনে “মোজাহার হোসেন কিণ্ডার গার্টেন” বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত হয়। 

ফাউণ্ডেশন চত্বরে গত ১৫ ফেব্রুয়ারী, বুধবার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্হিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডাঃ বতুল রহমান, উপদেষ্টা চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোখলেসুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেনসহ শিক্ষক- শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের অভিভাবকগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় 
মোজাহার হোসেন ফাউণ্ডেশনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়। একইসাথে এলাকাবাসী এমন অনুষ্ঠান প্রতিবছর করার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য যে, মোজাহার হোসেন ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান মোজাহার হোসেন কিন্ডারগার্টেন স্কুল। স্কুলটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীর মেধাবিকাশ ও আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।