এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কর্তন করা হয়। সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান রানু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ সাইন, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন। অন্যান্যদের মধ্যে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলার সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক ইউনুছ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাজু, মহিলা বিষয়ক সম্পাদক তাহেরা জামান লিপি, সদস্য গোলজার হোসেন মিঠু, এনামুল হক, ছানাউল হক খান ছানা, সাখাওয়াত হোসেন প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা হাটি হাটি পা পা করে ৪১টি বছর পার করেছে। এই সাংবাদিক সংস্থা মানুষের কল্যাণে ও সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলে। সাংবাদিকরা দেশকে এগিয়ে নিতে লেখনীর মাধ্যমে কাজ করছেন। সার্বিক ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করে থাকেন সাংবাদিকরাই। পরিশেষে সাগর-রুনীসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়।