এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :  ৯ ফেব্রুয়ারী, ২০২৩,বগুড়ায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পৃথিবীর সেরা অর্থনীতির দেশ হবো। ’৭২ সালে মাথা পিছু আয় ছিল ৭০ ডলার, তা বেড়ে এখন ৩ হাজার ডলারের কাছাকাছি, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫ তম অর্থনীতির দেশ। আমরা পৃথিবীতে প্রথম ডিজিটাল বাংলাদেশ কর্মসুচি ও  স্মার্ট দেশ ঘোষণা করেছি।

মঙ্গলবার দুপুরে বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই যুগে যদি তুমি ডিজিটাল যন্ত্র চালানোর দক্ষতা অর্জন করতে না পারো তবে সামনে কোনরকম ভবিষ্যত আছে এটা আমি চিন্তা করবো না, হাতে কলমে যাতে কম্পিউটার শিখতে পারো সেটা অর্জন করা দরকার। এমন একটা যন্ত্র দরকার যা দিয়ে সারা পৃথিবীর সাথে যুক্ত হতে পারবো, এটি ক্যাবল গেম খেলার যন্ত্র নয়, এটি জ্ঞান অর্জনের যন্ত্র, যা শিক্ষার্থীদের হাতে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। 

আমি বিশ্বাস  করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে জ্ঞান অর্জনের জন্য ডিজিটাল ডিভাইস পাবে, ডিজিটাল দক্ষতা অর্জন করবে, সেই দক্ষতার ভিত্তিতে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠতম দেশে পরিণত হবে। শিক্সা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, অতি: পুলিশ সুপার আব্দুর রশিদ, উপ সচিব মাসুম আলী বেগ, বিজয় ডিজিটালের প্রধান নির্বাহি জেসমিন জুঁই, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছামছুল আলম প্রমুখ। শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।