নিউইয়র্ক: আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-২৪ থেকে জুডিশিয়াল ডেলিগেট পদে পুনরায় লড়ছেন বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ মোহাম্মদ উদ্দিন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তার প্রচার-প্রচারণা ততই বাড়ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোহাম্মদ উদ্দিন তার নির্বাচনী এলাকায় সরব থাকছেন। চলছে ঘরে ঘরে প্রচারনা। জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। এলাকার মানুষের কাছ থেকে ব্যাপক সাড়াও পাচ্ছে। খবর ইউএনএ’র।
বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধির সাথে নির্বাচন বিষয়ে আলাপকালে উরোক্ত কথা নিজেই জানালেন সাবুল উদ্দিন। দীর্ঘদিন থেকে ডেমোাক্র্যাট দলীয় রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ উদ্দিন ইতিপূর্বে তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৪ থেকে কাউন্সিল সদস্য পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৪ সাল থেকে জুডিশিয়াল ডেলিগেটের দায়িত্ব পালন করছেন। এলায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (অ্যাসাল) কুইন্স চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর, এডি২৪ এর অলটারনেট জুডিশিয়াল ডেলিগেট, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশী-আমেরিকান মোহাম্মদ সাবুল উদ্দিন জানান, জ্যামাইকা এস্টেট, জ্যামাইকা হিল, ব্রায়ারউড, কমোনক্স ও হিলসাইড এলাকায় দরজায় দরজায় কড়া নেড়েছেন। এসব এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেছেন। তুলে ধরেছেন নিজের প্রতিশ্রতি ।
মোহাম্মদ উদ্দিন বলেন, মানুষ করোনাকালে তাদের নানান সমস্যার কথা পুনর্ব্যক্ত করেছেন। বলেন, ইতিপূর্বে এই পদে নির্বাচিত হয়েছি। আমি মানুষের জন্য কাজ করতে চাই। তিনি অতীতের মতো এবারও তাকে সহ ডেমোক্র্যাট পার্টি মনোনীত তার প্যানেলের প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান।