নিউইয়র্ক (ইউএনএ): নামাজের জায়গা স্বল্পতা, স্কুলের শিক্ষার্থীদের ক্লাস বৃদ্ধিকরণ সহ নানাবিধ অসুবিধার জন্য নিউইয়র্কের ঐতিহ্যবাহী জামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) ভবন আরো আধুনিকীকরণের লক্ষ্যে একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের অধীন তিনতলা ভবন চারতলা করা হবে। এতে জেএমসি নতুন আঙ্গিকে ৬,৫০০ স্কয়ার ফিটে উন্নতিকরণের পাশাপাশি হাই স্পিড এলিভেটেড সিঁড়িরও ব্যবস্থা থাকবে। রোববার (২৭ এপ্রিল) জোহরের নামাজের আগে জেএমসি ভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। খবর ইউএনএ’র। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন সি ল্যু ও কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোবান রিচার্ড। স্বাগত বক্তব্য রাখেন জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ এম রহমান তুহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ, ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান ডা. নাজমুল এইচ খান, সাবেক সভাপতি ডা. এম এম বিল্লাহ, রফিককুর রহমান ও হালিম চৌধুরী, ইমাম শামসী আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেএমসি’র সেক্রেটারী আফতাব মান্নান। অনুষ্ঠানে প্রবীন প্রবাসী নাসির আলী খান, আলহাজনশামসুল ইসলাম, হাফেজ রফিকুল ইমলাম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, জেএমসি’র এ্যাসিসটেন্ট সেক্রেটারী ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, জেএমসি’র বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাওকাব। অনুষ্ঠানে বক্তারা বলেন, জেএমসি নিউইয়র্কে মুসলিম কমিউনিটির ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান।

এটি ধর্মীয় কর্মকান্ডের পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও বিশেষ ভ‚মিকা রেখে সিটি প্রশাসনকে সহযোগিতা করছে। বক্তারা বলেন, জেএমসি এখন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি ধর্মীয় এবং সামাজিক কর্মকান্ডের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। জেএমসি নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সত্যিকারের মানুষ হিসেবে গড়তে তুলতেও অবদান রাখছে।  অনুষ্ঠানে জানানো হয়, জেএমসি’র নতুন প্রকল্প গ্রহনের জন্য আপাতত: বেইজমেন্টে মহিলাদের নামাজের জায়গা দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। পরে ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ অতিথিদের নেতৃবৃন্দ সহ নতুন প্রকল্পের কনস্ট্রাকশনের উদ্বোধন করেন। ছবি সৌজন্য: নিউইয়র্ক নিউজ রিলিজিয়ন।