নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য নির্বাচিত রিপাবলিকান দলীয় প্রার্থী, ডোনাল্ড ট্রাম্প শিশু বয়সে যে বাড়িতে বসবাসস করতেন সেই বাড়ী এখন পরিত্যাক্ত বাড়ীতে পরিণত হয়েছে। বাড়ীতে এখন মানুষ নয় বসবাস করছে হিং¯্র আকারের একাধিক বিড়াল। এক সময় যে বাড়িটি ছিলো সাধারণ মানুষের আকর্ষনীয় বাড়ী, এখন সেই বাড়ীটি প্রতিবেশীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এনিয়ে নিউইয়র্ক পোষ্ট অতি সম্প্রতি একটি অনুসন্ধানী খবর প্রকা করেছে। খবর ইউএনএ’র। নিউইয়র্ক পোষ্টের অনুসন্ধানী খবরে বলা হয়েছে, নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকা ষ্টেটের ৮৫-১৫ ওয়ারহাম প্লেসে অবস্থিত ছয় বেডরুমের বাড়ীটিতে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প ৪ বছর বয়স পর্যন্ত বসবাস করতেন। পরিত্যাক্ত বাড়ীটিতে সাধারণ ইটের ঘরে এখন ২০ থেকে ৩০টি বিড়ালের জন্য একটি খেলার মাঠ হয়ে উঠেছে। গত ১ নভেম্বর শুক্রবার সরজমিনে দেখা যায় বাড়িটির সামনের দরজা বন্ধ এবং দরজায় ‘ভ্যাকেন্ট’ নোটিশ ছিল। এছাড়াও বাড়ীর আঙ্গিনা ঝড়া পাতায় ভরা ছিল এবং বিড়ালের মূত্রের গন্ধও পাওয়া যাচ্ছিলো। বাড়ীটির উদ্ভুত পরিস্থিতিতে প্রতিবেশীরা বিরক্ত হয়ে উঠেছেন এবং কেউ কেউ বাড়ীটি ক্রয় করে তার পুনরায় এমন কারো কাছে বিক্রি করতে চান, যিনি বাড়ীটির যত্ন নেবেন।
' ‘ট্রাম্প বার্থ হাউস এলএলসি’ নামে একটি ব্যবসার মালিকানাধীন টিউডর-স্টাইলের আবাসস্থলটি ছিল কাবজালে আচ্ছাদিত এবং বাড়ীর আঙিনার আশেপাশে বেশ কয়েকটি স্ক্র্যাগলি বিড়ালছানা দেখা যায়। প্রতিবেশীরা বলেছেন, বছরের পর বছর ধরে, বাড়িটি ট্রাম্প-প্রেমী পর্যটকদের আকর্ষণ করে চলেছে। ২০১৬ সালে একটি রিয়েল এস্টেট ফ্লিপারের দ্বারা বাড়িটি প্রথম ১.৪ মিলিয়ন ডলারে বেচাকেনা হয়েছিলো। ‘ট্রাম্প বার্থ হাউস এলএলসি’ নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বাড়িটি সম্প্রতি ২.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। এদিকে ‘ট্রাম্প বার্থ হাউস এলএলসি’ প্রতিনিধিত্বকারী হিসাবে তালিকাভুক্ত একজন আইনজীবী মাইকেল এক্স ট্যাং একজন প্রতিনিধির মাধ্যমে দ্য নিউইয়র্ক পোষ্ট-কে বলেছেন, যে তিনি আর মালিকের প্রতিনিধিত্ব করছেন না।
ডোনাল্ড ট্রাম্পের শিশুকালের বাড়ীতে হিংস্র বিড়ালের বসবাস, প্রতিবেশীরা বিরক্ত
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:৩৭ পিএম

প্রবাস রিলেটেড নিউজ

অবশেষে ফোবানা কলংক ও কলুষমুক্ত হল- গঠিত হলো ফোবানার পূর্ণাঙ্গ এড হক কমিটি যুক্তরাষ্ট্র

‘গ্রী ম্যাকানিক্যালস ইয়াংকার্স’র ইফতার ও দোয়া মাহফিল

নিউইয়র্কের সেমিনারে বক্তারা বাংলাদেশের আইটি খাত থেকে ট্রিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব

GOVERNOR HOCHUL ANNOUNCES $90 MILLION PLAN TO EXPAND HISTORIC EMPIRE AI CONSORTIUM AND ENHANCE COMPUTING POWER

GOVERNOR HOCHUL ANNOUNCES CONSTRUCTION OF A $9.5 BILLION NEW TERMINAL ONE AT JFK AIRPORT

"গানে গল্পে কথায়" শান্তনু ভৌমিকের একক সংগীত অনুষ্ঠান
.jpg)
Rise Up New York City Hosts Historic Candidate Forum for Bangladeshi American Community

টিবিএন২৪’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে এএফ মিসবাউজ্জামানের পদোন্নতি