নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী ‘রুহুল-জাহিদ’ প্যানেলের নির্বাচনী প্রচারণা চলছে জোড়েসোরে। আগামী ২৭ আক্টোরর রোবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনের ভোটগ্রণ কেন্দ্র করে জ্যামাইকা থেকে ম্যানহাটার আর ব্রæকলীন থেকে ব্রঙ্কস পর্যন্ত চলছে নির্বাচনী প্রচার। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলছে এসব কর্মকান্ড। এতে প্রার্থীরা এককভাবে আবার যৌথভাবে অংশ নিচ্ছেন নিবাচর্নী কর্মীসভাগুলোতে। পাশাপাশি চলছে পোস্টারিং আর জনসংযোগ। আরো চলছে ফেসবুক প্রচারণা। গত ১ অক্টোবর মঙ্গলবার রুহুল-জাহিদ পরিষদের পরিচিতি সভা জ্যামাইকা ও ব্রযকলীনে অনুষ্ঠত হয়। জ্যামাইকার সভায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ছাড়াও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সৈয়দ আল আমীন রাসেল, সাইফুল ইসলাম, সাবুল উদ্দিন, তাজুল ইসলাম, সৈয়দ বাবালুল উজ্জল, এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জে মোল্লা সানি প্রমুখ নির্বাচন প্রচারণায় অংশ নেন এবং বৈঠক করেন। এসময় তারা জ্যামাইকার স্টোরে স্টোরে গিয়ে প্রার্থীদেও জন্য দোয়া ও ভোট কামনা করেন।
ব্রুকলিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় নোয়াখালী সোসাইটির কার্যালয়ে। অনুষ্ঠানটি আয়োজন করেন নোয়াখালী ইয়াং জেনারেশনের নেতা আবদুল্লাহ তামজীদ। আবদুল্লাহ তামজীদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সভাপতি নাজমুল হাসান মানিক, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র জাগপা’র সভাপতি রহমত উল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মাহবুব এলাহি, মোশাররফ হোসেন ফয়সল, হাসনাইন প্রমুখ। এছাড়াও সোসাইটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দীকি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, প্রবাসে ‘নোয়াখালীর আইকন’ হিসেবে পরিচিত জাহিদ মিন্টু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
নির্বাচনী সভা-সমাবেশগুলোতে প্রার্থীরা তাদের ভোট দিয়ে নির্বাচত করার পাশাপাশি প্রাবাসীদের দোয়াও কামনা করছেন। তারা প্রতিশ্রæতি দিচ্ছেন যে, সোসাইটির নির্বাচনে ‘রুহুল-জাহিদ’ প্রানেল জয়ী হলে তারা কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার পাশাপাশি সোসাইটিকে আরো গণমুখী আর আধুনিক সামাজিক সংগঠনে পরিণত করবেন। বক্তাদের দাবী, ‘ঐক্যবদ্ধ কমিউনিটি ও মূলধারায় অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে জনকলাাণে পরিক্ষিত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের সমন্বয় সার্বজনীন এবং নবীন-প্রবীণ আর অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত এই প্যানেল সোসাইটির জন্য যোগ্য প্যানেল। এদিকে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের তিন নারী প্রার্থীর প্রাচরণা কমিউনিটিতে সাড়া জাগিয়েছে। এই প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে লড়ছেন সোসাইটির সাবেক সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায় চৌধুরী, সাহিত্য সম্পাদক পদে লড়ছেন সোসাইটির মরহুর সভাপতি কামাল আহমেদেও কন্য রোমানা আহমেদ আর স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে লড়ছেন শাহনাজ হোসেন। এই তিন নারী প্রার্থীকে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের ‘ট্রাস্প কার্ড’ হিসেবে দেখছেন কেউ কেউ।
বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৪
জোরেসোরেই চলছে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের নির্বাচনী প্রচারণা
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ০৬:৩০ এএম

প্রবাস রিলেটেড নিউজ

প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে ‘সেলিম-আলী’ প্যানেলের শোডাউন

বঙ্গবন্ধুর ৬-দফা দাবির মাধ্যমে চূড়ান্ত স্বাধীনতার বীজ বপন করা হয় : সজীব ওয়াজেদ জয়

আটলান্টিক সিটিতে প্রাণের উচ্ছ্বাসে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
.jpeg)
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গভীর শ্রদ্ধায় ’শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালিত

দেশের ভাষা, সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রবাসীদের প্রতি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের আহ্বান

বৈশাখী মেলা ২০২৫ টেক্সাস ডালাসের গ্রান্ড সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বি-পাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশিদারিত্বে উন্নীত হয়েছে

তুলনাহীন বীভৎসতা -জাকিয়া রহমান